জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা সদস্য ও স কাঁচপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি হাজী সেলিম হকের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
১৩ ডিসেম্বর শনিবার বিকাল ৩ টায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় কাঁচপুর এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি হাজী মোমেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সোনারগাঁও থানা বিএনপির দপ্তর সম্পাদক ও কাঁচপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ফজল হোসেনের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য ও কাঁচপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী সেলিম হক বলেন,
“আগুন নিয়ে খেলবেন না। আগুন দিলে দাবানল তৈরি হবে, যার মোকাবেলা করা সম্ভব হবে না।”
তিনি জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদির ওপর হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় নেতাকর্মীরা হত্যাচেষ্টার ঘটনার তীব্র নিন্দা জানান এবং এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেন। বিক্ষোভ মিছিল চলাকালে বিভিন্ন স্লোগানের মাধ্যমে তারা দোষীদের বিচারের দাবি জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বজলু রহমান,সোনারগাঁ থানা বিএনপি সহ-সভাপতি পীর মোহাম্মদ পিরু ,নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালু , কাঁচপুর ইউনিয়ন সহ-সভাপতি হানিফ, আবুল মেম্বার, নজরুল চৌধুরী, আমজাদ হোসেন , সোনারগাঁও থানা যুবদল সভাপতি জসিম, সাধারণ সম্পাদক রসমত আলী, ৩ নং ওয়ার্ডের সভাপতি নুরুল হক,সাধারণ সম্পাদক শাহ আলম, ২ নং ওয়ার্ড সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ,৬ নং ওয়ার্ডের বিএনপির সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, আনোয়ার হোসেন , সহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মোঃ কাউছার পাটোওয়ারী 























