মতলব পৌরসভার ১ নং ওয়ার্ডের উত্তর বাইশপুর এলাকায় জমি সংক্রান্ত বিরোধে দুইজনের গুরুতর আহতের অভিযোগ পাওয়া গেছে।
থানার অভিযোগপত্র জানাযায়, গত ২৪ ডিসেম্বর দুপুর ২:৩০ মিনিটে চরবাইশপুর মইনুদ্দিনের বাড়ির দক্ষিণ পাশের জমিতে ধান রোপণ করতে গেলে বাধা দেন নাজির প্রধান গংরা। এসময় কথা কাটাকাটি পরে মারামারির ঘটনা ঘটে। হালিমা (৩০) এবং মাইনুউদ্দিন (৩৫) গুরুতর আহত হয়। আহতদের মতলব দক্ষিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে এলে কর্মরত চিকিৎসক সেবা প্রদান করেন এবং গুরুতর আহত হালিমা বেগমকে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করেন।
এই ঘটনায় মাইনুদ্দীন প্রধান বাদী হয়ে মতলব দক্ষিন থানায় একটি অভিযোগপত্র দায়ের করেন।
মারামারির বিষয়ে মাইনুদ্দিন প্রধান বলেন, জায়গা নিয়ে তাদের সাথে দীর্ঘদিন যাবৎ দ্বন্দ্ব চলে আসছে এর প্রেক্ষিতে পরিকল্পিতভাবে তারা আমাদের উপর হামলা চালায়। এসময় আমি এবং আমার স্ত্রীকে গুরুতর আহত করে। আমি প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
এ বিষয়ে মামলার বিবাদী মোঃ নাজির প্রধান বলেন, আমরা তাদেরকে মারধর করিনি । তারা আমাকে ও আমার ছোট ভাইয়ের স্ত্রীকে মারধর করেছে।
এবিষয়ে মতলব দক্ষিন থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান মানিক বলেন, মারামারির বিষয়ে দু’পক্ষই আভিযোগ করেছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
সফিকুল ইসলাম রিংকু 























