হাজীগঞ্জের মাতৈন দারুল উলুম মাদ্রাসার নব-নির্মিত ভবনের শুভ উদ্বোধন উপলক্ষো দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বাদ আছর মাদরাসা ময়দানে অনুষ্ঠিত উদ্বোধনীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করেন দেশবরেণ্য ইসলামিক স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুফতি মাওলানা শায়খ আহমাদুল্লাহ।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “দ্বীনি শিক্ষার সম্প্রসারণই একটি জাতির নৈতিক ও আত্মিক উন্নয়নের প্রধান ভিত্তি। মাদ্রাসা শুধু কিতাবি শিক্ষা নয়, বরং আদর্শ মানুষ গড়ার কারখানা। এই নবনির্মিত ভবন থেকে এমন আলেম তৈরি হোক, যারা কুরআন-সুন্নাহর আলোয় সমাজকে পথ দেখাবে।” তিনি শিক্ষার্থীদের ইলমের সঙ্গে আমল, আদব ও আখলাকের সমন্বয়ে জীবন গড়ার আহ্বান জানান।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মুফতি আব্দুর রউফ।
তিনি বলেন, “দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান টিকে থাকে ত্যাগ, নিষ্ঠা ও আন্তরিকতার ওপর। নতুন ভবন নির্মাণের মাধ্যমে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম আরও সুদৃঢ় হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাতৈন দারুল উলুম মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ আমান উল্যাহ রিপন।
মাদরাসার সাধারণ সম্পাদক জহিরুল ইসলামের সার্বিক তত্ববধানে অনুষ্ঠিত উদ্বোধনীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহতামিম আবু সাঈদ, প্রতিষ্ঠানের সদস্য, শরীফুল ইসলাম, মো. জসিম, মো. সোহাগত, মো. ইউসুফ মণ্ডল, রফিকুল ইসলাম মজুমদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানজুড়ে কুরআন তিলাওয়াত, নসিহতপূর্ণ আলোচনা ও দোয়ার পরিবেশ বিরাজ করে। আলোচনা শেষে দেশ, জাতি ও উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়। পরবর্তীতে তাবারুক বিতরণ এবং মাগরিবের আজানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
স্থানীয় আলেম-ওলামা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও মুসল্লিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি এক অনন্য দ্বীনি মিলনমেলায় পরিণত হয়।
উল্লেখ্য, মাতৈন গ্রামের আমেরিকা প্রবাসি জামালউদ্দিন মাতৈন দারুল উলুম মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। মাদরাসা অত্র অঞ্চলের সাধারণ জনগণের সহযোগিতায় ধীরে ধীরে ইসলামের আলোয় আলোকিত করতে এগিয়ে যাচ্ছে।
স্টাফ রিপোর্টার॥ 


















