মতলব দক্ষিণ উপজেলার সর্বপ্রথম ডে-কেয়ার উচ্চ বিদ্যালয় ‘লিটল স্কলার্স হাই স্কুল’ এর ১১তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ রবিবার (১৮ জানুয়ারি ২০২৫) বিদ্যালয় মাঠে মনোমুগ্ধকর বর্ণিল আয়োজনে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
লিটল স্কলার্স হাইস্কুলের পরিচালক আলহাজ্ব মো: মনির হোসেনের সভাপতিত্বে সহকারী শিক্ষক সুমন চন্দ্র সাহার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সৈয়দ আহমেদ বুলবুল মাষ্টার। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন মতলবগঞ্জ জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো: মনজিল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো: মাহমুদ হাসান, দিঘলদী এম এ সাত্তার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালক মো: জাহাঙ্গীর হোসেন খাঁন, বিদ্যালয়ের পরিচালক ও দৈনিক চাঁদপুর কন্ঠের মতলব ব্যুরো ইনচার্জ রেদওয়ান আহমেদ জাকির, পরিচালক মো: আমির খান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সেলিম প্রধানীয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক আল-আমিন ভূঁইয়া, আবু বকর সিদ্দিক, তাহমিনা আক্তার, জান্নাতুল ফেরদৌসী, মো: মাইন উদ্দিন মিয়াজী, মো: জয়নাল, আল-মামুন ইমন, প্রবীর সাহা, মো: আরিফুল ইসলামসহ শত-শত শিক্ষার্থী, সুধীজন ও অভিভাবকবৃন্দ।
অতিথিরা বলেন, শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি ক্রীড়া ও অন্যান্য সহশিক্ষামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে উন্নত সমৃদ্ধ বাংলাদেশের যোগ্য নাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তোলার পরামর্শ দেন। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনের জন্য লেখাপড়ার পাশাপাশি সর্বক্ষেত্রে শৃঙ্খলার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান।সর্বোপরি প্রতিষ্ঠানের মঙ্গল কামনা করেন।
এদিকে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে রঙে রঙ্গিন, বেলুন,ফেস্টুনশোভিত সবুজ শ্যামলিমাময় সুবিশাল স্কুল ক্যাম্পাস হয়ে উঠে নান্দনিক সৌন্দর্যে অতুলনীয়। শিক্ষার্থীদের মনোমুগ্ধকর ডিসপ্লে, নাচ,গান,নাতে রাসূল এবং অসাধারণ ক্রীড়ানৈপুণ্য উপস্থিত সকলকে মুগ্ধ করে। অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার সামগ্রী তুলে দেন।
Reporter Name 























