কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের বরইগাঁও একতা সংঘ ও পাঠাগার পরিদর্শন করেছেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাহিদ ইসলাম।
বুধবার বিকেলে পাঠাগার পরিদর্শন করে শিক্ষার্থী, পাঠাগার পরিচালনা কমিটির অন্যান্য সদস্য ও স্থানীয় লোকজনের সাথে আলোচনা করেন। পাঠাগারের সার্বিক কার্যক্রম দেখে তিনি সন্তুষ্ট প্রকাশ করেন।
এসময় কচুয়া উপজেলার সমাজ সেবা অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর সাব্বির হোসেন, বরইগাঁও একতা সংঘ ও পাঠাগারের সাংগঠনিক সম্পাদক নেছার আহমেদসহ এলাকার গণ্যমান্য ও পাঠাগারের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, পাঠাগারটি পরিচালিত হচ্ছে উপজেলার হিসাব রক্ষণ কর্মকর্তা কাজী মোহাম্মদ আনোয়ার উল্লাহ, এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক ও পড়ুয়া একঝাঁক তরুণ শিক্ষার্থীদের তত্ত্বাবধানে। এলাকার শিক্ষার মানোন্নয়নে ও সুশিক্ষিত সমাজ গড়ার লক্ষ্যে এ পাঠাগারটি মূলত প্রতিষ্ঠিত করা হয়েছে। এলাকায় বিভিন্ন সামাজিক উন্নয়নে কর্মকান্ডে একতা সংঘ ও পাঠাগারের অনেক সুনাম অর্জন রয়েছে।
‘পাঠাগারের সভাপতি কাজী মোঃ আনোয়ার উল্লাহ বলেন, একটি ভালো পাঠাগারের দ্বারা একটি সমাজ আলোকিত হতে পারে। এমন পাঠাগার দেশের প্রতিটি প্রান্তে গড়ে উঠলে শিক্ষার্থীদের মুঠোফোনের নেশা দূর হয়ে জ্ঞানচর্চা বৃদ্ধি পাবে। বর্তমানে বই পড়ার পাশাপাশি পাঠাগার থেকে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা আয়োজনসহ স্থানীয় বাসিন্দাদের মাঝে বিভিন্ন ধরনের সহায়তা এবং নানামুখী সৃজনশীল কর্মকা- পরিচালিত হচ্ছে।
এই পাঠাগারের মাধ্যমে সমাজ আলোকিত করতে চাই।
এছাড়া, পাঠাগারটিতে প্রতিদিন একটি দৈনিক পত্রিকা ও বিভিন্ন ধরনের মাসিক ম্যাগাজিন রাখা হয়। পাশাপাশি, জ্ঞান চর্চার জন্যে শিক্ষার্থীদের বাড়িতে বই নিয়ে অধ্যয়ন করারও সুযোগ রয়েছে। পাঠকদের সুবিধার্থে সার্বক্ষণিক পাঠাগারটিতে রয়েছে একজন স্বেচ্ছাসেবকের ব্যবস্থা।
ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া: 




















