ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নৌপুলিশ মা ইলিশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: আইজিপি

  • Reporter Name
  • Update Time : ০৪:৪০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২
  • ১১৫ Time View

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, মা ইলিশ রক্ষায় কোনো ছাড় নেই। নৌপুলিশ মা ইলিশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে সরকারি নির্দেশনা যথাযথভাবে পালনে কাজ করছে।

আইজিপি শুক্রবার দুপুরে চাঁদপুরে জাতীয় মাছ ইলিশ সংরক্ষণে নৌপুলিশের অভিযান পরিদর্শনকালে অফিসার ও ফোর্সের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

তিনি বলেন, সরকার ঘোষিত নিষিদ্ধকালীন ২২ দিন যাতে কেউ মা ইলিশ শিকার করতে না পারে, সেজন্য নৌপুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। অভিযানের শেষ দিনেও নৌপুলিশ অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

এ সময় অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, নৌপুলিশের অতিরিক্ত আইজিপি মো. শফিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নৌপুলিশ মা ইলিশ সংরক্ষণ অভিযানে এ পর্যন্ত ১৩৮ কোটি ১৯ লাখ মিটার জাল ও ৪৪ হাজার ৪৪৮ কেজি মাছ জব্দ এবং ৩ হাজার ৫৮২ জনকে গ্রেফতার করেছে। গত ৭ অক্টোবর থেকে মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু হয়েছে। আজ (২৮ অক্টোবর) মধ্যরাতে শেষ হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মতলব সরকারি কলেজের ৮ শিক্ষক কর্মকর্তা কর্মচারীর বিদায় সংবর্ধনা

নৌপুলিশ মা ইলিশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: আইজিপি

Update Time : ০৪:৪০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, মা ইলিশ রক্ষায় কোনো ছাড় নেই। নৌপুলিশ মা ইলিশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে সরকারি নির্দেশনা যথাযথভাবে পালনে কাজ করছে।

আইজিপি শুক্রবার দুপুরে চাঁদপুরে জাতীয় মাছ ইলিশ সংরক্ষণে নৌপুলিশের অভিযান পরিদর্শনকালে অফিসার ও ফোর্সের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

তিনি বলেন, সরকার ঘোষিত নিষিদ্ধকালীন ২২ দিন যাতে কেউ মা ইলিশ শিকার করতে না পারে, সেজন্য নৌপুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। অভিযানের শেষ দিনেও নৌপুলিশ অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

এ সময় অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, নৌপুলিশের অতিরিক্ত আইজিপি মো. শফিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নৌপুলিশ মা ইলিশ সংরক্ষণ অভিযানে এ পর্যন্ত ১৩৮ কোটি ১৯ লাখ মিটার জাল ও ৪৪ হাজার ৪৪৮ কেজি মাছ জব্দ এবং ৩ হাজার ৫৮২ জনকে গ্রেফতার করেছে। গত ৭ অক্টোবর থেকে মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু হয়েছে। আজ (২৮ অক্টোবর) মধ্যরাতে শেষ হবে।