বিশ্বকাপে আরও একটি বড় অঘটনের ঘটনা হয়েছে। নেদারল্যান্ডসের বিরুদ্ধে এই অঘটনের শিকার দক্ষিণ আফ্রিকা। অবিশ্বাস্যভাবে ১৩ রানে হেরে বিশ্বকাপের মহা আসর থেকে এবার দক্ষিণ আফ্রিকা বিদায় নিল।
ডাচদের দেয়া ১৫৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৪৫ রান করতে সমর্থ হয় চোকারস দল হিসেবে খ্যাত দক্ষিণ আফ্রিকা।
পাওয়ার প্লের মধ্যেই দলের দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা।
এরপর একে একে সকল ব্যাটসম্যানদের হারিয়ে নিজেদের হার নিশ্চিত করে প্রোটিয়ারা। আফ্রিকার হয়ে সর্বোচ্চ ইনিংসটি এসেছে রুশোর ব্যাট থেকে। তিনি করেন ১৯ বলে ২৫ রান।
এর আগে অ্যাডিলেড ওভালে সহজ প্রতিপক্ষ ভেবে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে পরিকল্পনামতো হয়নি প্রোটিয়াদের বোলিং। উল্টো যেভাবে প্রোটিয়া পেসারদের বিপক্ষে ব্যাট করেছিল তারা, তাতে মনে হচ্ছিল প্রোটিয়াদের সমমানের কোনো দল খেলছে তাদের বিপক্ষে।