লোকনাথ সরকার, কচুয়া প্রতিনিধি :
চাঁদপুরের কচুয়ায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সাটিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরন হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাজমুল হাসানের সভাপতিত্বে ও যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা মাহাবুব উল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি তিনি বলেন-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা অর্জনে মুক্তিযোদ্ধাদের অগ্রনী ভূমিকার মধ্যে বাংলাদেশ আজ স্বাধীন সার্বভৌমত্ব হিসেবে রূপান্তরিত হয়েছে। মুক্তিযোদ্ধাদের ত্যাগ ভুলার মতো নয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন -উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির, মহিলা ভাইস চেয়ারম্যান (প্যানেল চেয়ারম্যান) সুলতানা খানম, সহকারি কমিশনার (ভূমি) ইবনে আল জায়েদ হোসেন, কচুয়া থানা অফিসার ইনচার্জ মো: ইব্রাহিম খলিল, কচুয়া পেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মবিন, ডেপুটি কমান্ডার জাবের মিয়া সহ কচুয়া উপজেলা সকল মুক্তিযুদ্ধেরা।
আলোচনা শেষে মুক্তিযোদ্ধাদের মাঝে সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরন করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।