মো. জহির হোসেন॥
হাজীগঞ্জ হানাদারমুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়ছে। বৃহস্পতিবার বিকেলে হাজীগঞ্জ ফোরামের উদ্যোগে বিজনেসপার্ক ট্রেড সেন্টারের সম্মুখ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফুড লাভারস্ পার্টি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হাজীগঞ্জ ফোরামের সভাপতি ও হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ড. মো. আলমগীর কবির পাটওয়ারী’র সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যাপক এস এম চিশতীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন যুদ্ধকালিন কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সিদ্ধিক খান, বীরমুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম প্রমূখ।
র্যালিতে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ, বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের, বীরমুক্তিযোদ্ধা মো. সোলাইমান, বীরমুক্তিযোদ্ধা শামসুল আলম, বীরমুক্তিযোদ্ধা আবুল হাসেম, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. কামাল হোসেন, মহিউদ্দিন আল আজাদ, ডেইলি অবজারভার এর হাজীগঞ্জ উপজেলা প্রতিনিধি মোহাম্মদ হাবীব উল্যাহ, হাজীগঞ্জ মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের ক্রীড়া শিক্ষক জাহাঙ্গীর আলম, মেনাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রবিউল আউয়াল চৌধুরী বিপ্লব, দেশরুপান্তরের হাজীগঞ্জ প্রতিনিধি পাপ্পু মাহমুদ, দৈনিক সংবাদের হাজীগঞ্জ প্রতিনিধি সুজন দাস, সাংবাদিক জহির হোসেন, মোহাম্মদ উল্যাহ বুলবুল, হোসেন বেপারীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।