ঢাকা 12:47 am, Monday, 23 June 2025

৬৯ রানে দুই ইউকেটের পতন বাংলাদেশের

  • Reporter Name
  • Update Time : 11:37:17 am, Thursday, 22 December 2022
  • 5 Time View

ছবি-ত্রিনদী।

ক্রীড়া ডেস্ক:

মাত্র সূচনাটা ভালোই ছিল বাংলাদেশের। দুই ওপেনার জাকির হাসান ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে বাংলাদেশ ধীরে ধীরে রানের চাকা বাড়িয়ে চলছিল। কিন্তু ১৫তম ওভারে এসেই ছন্দপতন ঘটল। কুলদিপ যাদবের পরিবর্তে সুযোগ পাওয়া জয়দেব উনাদকাটের বলে ক্যাচ তুলে দেন জাকির হাসান। তার ক্যাচটি তালুবন্দি করেন লোকেশ রাহুল।

আউট হওয়ার আগে জাকির করেছিলেন ১৫ রান। এর আগে দ্বিতীয় ওভারেই ক্যাচ তুলেছিলেন জাকির। মোহাম্মদ সিরাজ সেই ক্যাচ মিস করেন।

পরের ওভারে রবিচন্দ্রন অশ্বিনের বলে এলবিডব্লিউ হয়ে যান নাজমুল হোসেন শান্ত। যদিও এই আউটটি ছিল বিতর্কিত। বাইরে চলে যাওয়া বল প্যাড দিয়ে ঠেকান শান্ত। বলটা ছিল স্টাম্পের অনেক বাইরে। তবু জোরালো আবেদন করেন অশ্বিন। তার জোরালো আবেদনের মুখে আঙুল তুলে দেন আম্পায়ার শরফুদ্দৌলা।

রিভিউ নেওয়ার পর দেখা যায় বলটি অফস্টাম্প হয়তো আলতো টাচ করে যেত। কিংবা স্টাম্প মিসও করতে পারত। তবু ফিল্ড আম্পায়ার আউট দেওয়ার কারণে টিভি আম্পায়ারও সেটিকে আউটই ঘোষণা করেন। ২৪ রান করে ফিরে যান শান্ত।

এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ছিল ২৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৬৯। ১৪ রানে ব্যাট করছেন মুমিনুল হক এবং তার সঙ্গী সাকিব আল হাসান ১৫।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

করোনায় সারাদেশে ৫ জনের মৃত্যু

৬৯ রানে দুই ইউকেটের পতন বাংলাদেশের

Update Time : 11:37:17 am, Thursday, 22 December 2022

ক্রীড়া ডেস্ক:

মাত্র সূচনাটা ভালোই ছিল বাংলাদেশের। দুই ওপেনার জাকির হাসান ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে বাংলাদেশ ধীরে ধীরে রানের চাকা বাড়িয়ে চলছিল। কিন্তু ১৫তম ওভারে এসেই ছন্দপতন ঘটল। কুলদিপ যাদবের পরিবর্তে সুযোগ পাওয়া জয়দেব উনাদকাটের বলে ক্যাচ তুলে দেন জাকির হাসান। তার ক্যাচটি তালুবন্দি করেন লোকেশ রাহুল।

আউট হওয়ার আগে জাকির করেছিলেন ১৫ রান। এর আগে দ্বিতীয় ওভারেই ক্যাচ তুলেছিলেন জাকির। মোহাম্মদ সিরাজ সেই ক্যাচ মিস করেন।

পরের ওভারে রবিচন্দ্রন অশ্বিনের বলে এলবিডব্লিউ হয়ে যান নাজমুল হোসেন শান্ত। যদিও এই আউটটি ছিল বিতর্কিত। বাইরে চলে যাওয়া বল প্যাড দিয়ে ঠেকান শান্ত। বলটা ছিল স্টাম্পের অনেক বাইরে। তবু জোরালো আবেদন করেন অশ্বিন। তার জোরালো আবেদনের মুখে আঙুল তুলে দেন আম্পায়ার শরফুদ্দৌলা।

রিভিউ নেওয়ার পর দেখা যায় বলটি অফস্টাম্প হয়তো আলতো টাচ করে যেত। কিংবা স্টাম্প মিসও করতে পারত। তবু ফিল্ড আম্পায়ার আউট দেওয়ার কারণে টিভি আম্পায়ারও সেটিকে আউটই ঘোষণা করেন। ২৪ রান করে ফিরে যান শান্ত।

এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ছিল ২৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৬৯। ১৪ রানে ব্যাট করছেন মুমিনুল হক এবং তার সঙ্গী সাকিব আল হাসান ১৫।