ত্রিনদী অনলাইন ডেস্ক :
জ্বালানি তেল রপ্তানিতে রেকর্ড করেছে ইরান। পাঁচ বছরের মধ্যে গত বছরের নভেম্বরে এই রেকর্ড করে দেশটি। ঐ মাসে দৈনিক তেল রপ্তানি হয় গড়ে ১২ লাখ ৩০ হাজার ব্যারেল।
নভেম্বরে তেল বিক্রির রেকর্ড থাকলেও ডিসেম্বরে তা কিছুটা কমে আসে। শেষ মাসে তেল রফতানি হয় ১০ লাখ ব্যারেল। কিন্তু বিগত পাঁচ বছরের মধ্যে কোনো বছর এত বেশি তেল তেহরান কখনও রফতানি করতে পারেনি।
আন্তর্জাতিক ট্যাংকার-ট্র্যাকিং সংস্থা কেপলার জানিয়েছে, ২০২২ সালের শেষভাগে ইরানের সর্বোচ্চ তেল বিক্রি হয় ও ২০২৩ সালের শুরুতেও তেল রফতানি বৃদ্ধির হার অব্যাহত আছে। ভেনেজুয়েলা ও চীনে অতিরিক্ত তেল পাঠাচ্ছে ইরান। সূত্র : রয়টার্স