ঢাকা 6:29 pm, Wednesday, 22 October 2025

ইউক্রেযুদ্ধে মার্কিন নৌবাহিনীর আরেক সেনার মৃত্যু

  • Reporter Name
  • Update Time : 06:21:03 pm, Saturday, 21 January 2023
  • 40 Time View

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেন যুদ্ধে মার্কিন নৌবাহিনীর কমান্ডো ইউনিট নেভি সিলের এক সদস্য পূর্ব ইউক্রেনের যুদ্ধের ময়দানে রাশিয়ার হামলায় নিহত হয়েছেন বলে মার্কিন নৌবাহিনী নিশ্চিত করেছে। নিহত ড্যানিয়েল সুইফট ২০১৯ সালে নেভি সিল থেকে পালিয়ে যাওয়া সদস্য। তিনি ইরাক ও আফগানিস্তানে যুদ্ধ করেছেন। খবর আল-আরাবিয়ার।

সুইফট গত ১৮ জানুয়ারি মারা গেছেন। এর আগে তিনি রাশিয়ার সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে মারাত্মক আহত হন। এক ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা জানান মার্কিন নৌবাহিনীর এক কর্মকর্তা।

এদিকে মার্কিন পরারাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে, ইউক্রেনে যুদ্ধ করতে গিয়ে এক মার্কিন নাগরিক নিহত হয়েছেন। তবে বিবৃতিতে সুইফটের নাম উল্লেখ করা হয়নি।

বিবৃতিতে বলা হয়েছে, আমরা নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে লাগাতার যোগাযোগ রাখছি এবং সম্ভাব্য সব ধরনের কন্স্যুলার সহযোগিতা দেয়া হচ্ছে। ভিক্টিম পরিবারের সম্মান রক্ষার জন্য এই কঠিন সময়ে এর চেয়ে আমরা বেশি কিছু বলতে পারছি না।

আমেরিকার অরেগন অঙ্গরাজ্যের নাগরিক ড্যানিয়েল সুইফট ২০০৫ সালে মার্কিন নৌবাহিনীতে যোগ দেন এবং ইরাক ও আফগানিস্তানে যুদ্ধ করেছেন।

কথিত সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধে অংশ নেওয়ার জন্য তিনি পদক পেয়েছিলেন। ২০১৯ সালের মার্চ মাস থেকে তিনি মার্কিন নৌবাহিনীতে ছুটি ছাড়া অনুপস্থিত রয়েছেন।

বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানাযায়, সিরিয়া যুদ্ধের ময়দান থেকে ড্যানিয়েল সুইফট পালিয়ে গিয়েছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

আমাদের ড্রাইভার ও পথচারীদের আরো সচেতন হতে হবে-জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

ইউক্রেযুদ্ধে মার্কিন নৌবাহিনীর আরেক সেনার মৃত্যু

Update Time : 06:21:03 pm, Saturday, 21 January 2023

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেন যুদ্ধে মার্কিন নৌবাহিনীর কমান্ডো ইউনিট নেভি সিলের এক সদস্য পূর্ব ইউক্রেনের যুদ্ধের ময়দানে রাশিয়ার হামলায় নিহত হয়েছেন বলে মার্কিন নৌবাহিনী নিশ্চিত করেছে। নিহত ড্যানিয়েল সুইফট ২০১৯ সালে নেভি সিল থেকে পালিয়ে যাওয়া সদস্য। তিনি ইরাক ও আফগানিস্তানে যুদ্ধ করেছেন। খবর আল-আরাবিয়ার।

সুইফট গত ১৮ জানুয়ারি মারা গেছেন। এর আগে তিনি রাশিয়ার সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে মারাত্মক আহত হন। এক ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা জানান মার্কিন নৌবাহিনীর এক কর্মকর্তা।

এদিকে মার্কিন পরারাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে, ইউক্রেনে যুদ্ধ করতে গিয়ে এক মার্কিন নাগরিক নিহত হয়েছেন। তবে বিবৃতিতে সুইফটের নাম উল্লেখ করা হয়নি।

বিবৃতিতে বলা হয়েছে, আমরা নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে লাগাতার যোগাযোগ রাখছি এবং সম্ভাব্য সব ধরনের কন্স্যুলার সহযোগিতা দেয়া হচ্ছে। ভিক্টিম পরিবারের সম্মান রক্ষার জন্য এই কঠিন সময়ে এর চেয়ে আমরা বেশি কিছু বলতে পারছি না।

আমেরিকার অরেগন অঙ্গরাজ্যের নাগরিক ড্যানিয়েল সুইফট ২০০৫ সালে মার্কিন নৌবাহিনীতে যোগ দেন এবং ইরাক ও আফগানিস্তানে যুদ্ধ করেছেন।

কথিত সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধে অংশ নেওয়ার জন্য তিনি পদক পেয়েছিলেন। ২০১৯ সালের মার্চ মাস থেকে তিনি মার্কিন নৌবাহিনীতে ছুটি ছাড়া অনুপস্থিত রয়েছেন।

বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানাযায়, সিরিয়া যুদ্ধের ময়দান থেকে ড্যানিয়েল সুইফট পালিয়ে গিয়েছিল।