ইউক্রেনে ড্রোন সরবরাহে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল নিউজিল্যান্ড। দেশটির চলমান হিজাববিরোধী আন্দোলন ইস্যুতে বুধবার এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানায় নিউজিল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্রমন্ত্রী নানাইয়া মাহুতা এক বিবৃতিতে বলেন, আটজন নাগরিকসহ দেশটির প্রধান সরবরাহকারী, গবেষণা ও শিল্পবিষয়ক দপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয়, বিমানবাহিনীর প্রধান কমান্ডারসহ ড্রোন প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ড্রোন সরবরাহে ইউক্রেনের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ বলেও উল্লেখ করেন তিনি। এগুলো বেসামরিক লোকদের হত্যায় ব্যবহৃত হচ্ছে।
ইউক্রেনে অযৌক্তিকভাবে রুশ আগ্রাসনের পক্ষে যারা সহায়তা দিয়ে আসছে তাদের বিরুদ্ধেও ক্ষোভ জানান মন্ত্রী। আগেও পাঁচটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেয় দেশটি।