চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলার বহরী গ্রামে মাকসুদা আক্তার (৫০) নামের এক নারীকে লাথি মেরে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ভাবি কোহিনুর আক্তারের বিরুদ্ধে। রোববার (১২ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৩০ বছর আগে মাকসুদার বিয়ে হয়। কিন্তু বিয়ের পাঁচ বছর পর স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। তখন স্বামীর কাছ থেকে ৫০ হাজার টাকা পান তিনি। সেই টাকা ভাই মনির হোসেনের কাছে জমা রাখেন মাকসুদা। পরবর্তীতে এ নিয়ে প্রায়ই তাদের মধ্যে প্রায়ই বিবাদ লেগে থাকত।
শনিবার মনির হোসেন গরু বিক্রি করে ৩ লাখ টাকা পান। সেখান থেকে ৫০ হাজার টাকা দাবি করেন মাকসুদা। কিন্তু মনির টাকা দিতে অপারগতা জানান। আজ বিকেলে পুনরায় মাকসুদা তার পাওনা ৫০ হাজার টাকা ফেরত চাইলে টাকা দিতে অস্বীকার করেন মনির।
এ নিয়ে মনির, মাকসুদা ও মনিরের স্ত্রী কোহিনুরের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কোহিনুর সজোরে মাকসুদার তলপেটে লাথি মারেন। এতে মাটিতে লুটিয়ে পড়ে কিছুক্ষণের মধ্যে জ্ঞান হারান তিনি। পরবর্তীতে ঘটনাস্থলেই মারা যান।
মতলব দক্ষিণ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’