ইসমাইল হোসেনবিপ্লব, কচুয়া ॥
‘‘নিরাপদ জ্বালানি, ভোক্তাবান্ধব পৃথিবী’’ প্রতিপাদ্য সামনে রেখে কচুয়ায় ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে।
দিবসটি পালনকল্পে বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বরের্যালি শেষে পরিষদ মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির।
বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, সহকারি কমিশনার (ভূমি) ইবনে আল অফিসার কৃষিবিদ সোফায়েল হোসেন,কচুয়া প্রেসক্লাবেরসভাপতি মো. আলমগীর তালুকদার, বীর মুক্তিযোদ্ধা সনতোষচন্দ্র সেন প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হাসান বলেন, আসন্ন মাহে রমজানকে সামনে রেখে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হবে।
এ ক্ষেত্রে জনসাধারণকে যেকোন অবৈধ মজুদদারী, অতিরিক্ত মূল্য আদায়, ভেজালপণ্য বিক্রি সহ ভোক্তা অধিকার লঙ্ঘনের বিষয়ে উপজেলা প্রশাসনকে তথ্য দিয়ে আপনারা সহযোগীতা করবেন। বাজারের দোকানপাঠে মূল্য তালিকা টাঙানোর উপর গুরুত্ব আরোপ করেন।