চাঁদপুরের কচুয়া সরকারি কলেজ মাঠে আগামী ৩১ তারিখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেলের আগমন উপলক্ষে কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলা শাখার নায়েবে আমির ও কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, কচুয়া উপজেলা আমির এডভোকেট আবু তাহের মেসবাহ, নায়েবে আমীর মাস্টার সিরাজুল ইসলাম, পৌরসভা শাখা আমীর অধ্যক্ষ শাহ মুহাম্মদ জাকিরুল্লাহ শাজলী, এছাড়াও উপস্থিত ছিলেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো:আতাউল করিম ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো: এমদাদ উল্যাহসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
সভায় জানানো হয়, আগামী ৩১ তারিখে কচুয়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিতব্য জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাতে ইসলামীর চাঁদপুর জেলা আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজ, জেলা নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল এবং বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা মাওলানা মুফতি আনিসুর রহমান কাসেমীসহ ১১ দলীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
উক্ত জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন চাঁদপুর-১ (কচুয়া) আসনের ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী।
মতবিনিময় সভায় নেতৃবৃন্দ আসন্ন জনসভা সফল করতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন এবং শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মসূচি বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন।
ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া: 























