একটি ছক্কা মারার পর ফিরেছেন তাসকিন, ১০ বলে ১৭ রান করার পর ডাবলস নিতে গিয়ে রানআউট ইয়াসির আলীও। তবে বাংলাদেশ গড়েছে নিজেদের রেকর্ড ৩৩৮ রানের স্কোর। সিলেটে টসে জিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে বাংলাদেশের এ সংগ্রহ।
এমন সংগ্রহে মূল অবদান সাকিব আল হাসান ও তৌহিদ হৃদয়ের। দুজনই ৯০ পেরিয়েছিলেন, কিন্তু একজনও সেঞ্চুরির দেখা পাননি। প্রথম ৩ উইকেটে বাংলাদেশের জুটি বড় হয়নি, সাকিব-হৃদয়ের চতুর্থ উইকেট জুটিতে সেখানে ওঠে ১২৫ বলে ১৩৫ রান। সাকিব ফিরলেও সে ভিতে দাঁড়িয়ে ঝোড়ো ব্যাটিং করেন মুশফিক ও হৃদয়। মুশফিক ফিফটির আগেই থামেন, অভিষেকে সেঞ্চুরি পাওয়া হয়নি হৃদয়েরও।
প্রথম ৩০ ওভারে ১৫৫ রান তুলেছিল বাংলাদেশ, পরের ২০ ওভারে উঠেছে ১৮৩ রান। শেষ ১০ ওভারে স্বাগতিকেরা যোগ করেছে ৯৬ রান।
সাকিব, মুশফিকের পর হৃদয়ের উইকেটও নেন পেসার গ্রাহাম হিউম, পরে ফেরান তাসকিনকেও। ৬০ রান দেন তিনি। ইকোনমি রেটের দিক দিয়ে আয়ারল্যান্ডের সেরা অ্যান্ডি ম্যাকব্রাইন, ১০ ওভারে এ অফস্পিনার দেন ৪৭ রান।
Reporter Name 

























