ঢাকা 7:36 pm, Tuesday, 2 September 2025

আবারও আসছে সেই ওসি হারুন

  • Reporter Name
  • Update Time : 01:37:53 pm, Monday, 27 March 2023
  • 26 Time View

বিনোদন ডেস্ক:

ওটিটি প্ল্যাটফর্ম হইচই’র ২০২২ সালের সর্বাধিক আলোচিত ও প্রশংসিত বাংলা ওয়েব সিরিজ ‘মহানগর’-এর দ্বিতীয় সিজন শিঘ্রই আসছে ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। গত বছর আশফাক নিপুণের সিরিজটির দ্বিতীয় সিজনের দাবি ওঠে দর্শক মহল থেকে। হইচই তখন চুপ থাকলেও বৃহস্পতিবার রাতে গুলশানের লেকশোর হোটেলে আয়োজিত ‘হইচই মিট ২০২২’-এ দ্বিতীয় সিজনের ঘোষণা দেয় ওটিটি প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে হাজির ছিলেন হইচই বাংলাদেশের কর্তাব্যক্তি ও প্ল্যাটফর্মটির বিভিন্ন কনটেন্টের বাংলাদেশি নির্মাতা, অভিনেতা, কলাকুশলী ও আমন্ত্রিত অতিথিরা। ছিলেন ‘মহানগর’ নির্মাতা আশফাক নিপুণও। ‘মহানগর ২’ বিষয়ে তিনি মুখ না খুললেও হইচই বাংলাদেশের বিজনেস লিড সাকিব আর খান বলেন, ‘আমরা এরই মধ্যে সিরিজটির দ্বিতীয় সিজনের বিষয়বস্তু সংক্ষেপে চূড়ান্ত করেছি। আশা করছি গল্প লেখা ও শুটিং শেষে বছরের দ্বিতীয় ভাগের যেকোনো সময়ে মুক্তি দিতে পারব।’

দ্বিতীয় সিজনও কি পুলিশি থ্রিলার হবে? নাকি নতুন কোনো প্রেক্ষাপটে গল্প বাছাই করা হবে? এই প্রশ্নের উত্তরে সাকিব আর খান বলেন, ‘গল্পের মূল চরিত্র যেহেতু ওসি হারুন, অবশ্যই পুলিশের গল্প থাকবে। তবে এবারের গল্পটি আগেরটির চেয়ে অনেকটাই আলাদা হবে।’ ‘ওসি হারুন’ থাকবে এটা নিশ্চিত হওয়া গেলেও মোশাররফ করিমসহ আগের সিজনের কোনো অভিনয়শিল্পী থাকবেন কি না সে ব্যাপারে মুখ খোলেননি হইচই বাংলাদেশের প্রধান।

গত বছর হইচইয়ের চতুর্থ মৌসুমের কনটেন্ট ঘোষণার সময় বাংলাদেশি পাঁচটি কনটেন্টের তালিকায় ছিল আশফাক নিপুণের সিরিজ ‘সাবরিনা’র নাম। দুই সপ্তাহ আগে কালের কণ্ঠকে নির্মাতা জানিয়েছিলেন, অদম্য এক নারীর সংগ্রামের কাহিনি নিয়ে ‘সাবরিনা’ নির্মাণের ঘোষণা এলেও সিরিজটি তিনি নির্মাণ করছেন না। বৃহস্পতিবার রাতে ঘোষিত হলো সেই ‘সাবরিনা’র নামও। শুধু তাই নয়, জানুয়ারি-ফেব্রুয়ারিতেই শুটিং শুরু হবে সিরিজটির।

সাকিব আর খান জানালেন, এরই মধ্যে ‘দৌড়’-এর শুটিং শুরু হয়েছে। ‘কাইজার’, ‘কারাগার’ ও ‘বোধ’ও শুটিংয়ের জন্য প্রস্তুত। পরিস্থিতি অনুকূলে থাকলে ফেব্রুয়ারিতেই সিরিজগুলোর শুটিং শুরু হবে।

চলতি বছর মুক্তি পাবে এমন ছয়টি সিরিজের তালিকায় ‘মহানগর ২’, ‘সাবরিনা’ ছাড়াও আছে আগে ঘোষিত সৈয়দ আহমেদ শাওকীর ‘কারাগার’, তানিম নূরের ‘কাইজার’ ও অমিতাভ রেজার ‘বোধ’। নতুন করে তালিকায় যুক্ত হলো রায়হান খানের সিরিজ ‘দৌড়’।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভিপি নূর ও দলীয় নেতাকর্মীদের সুস্থতা কামনায় হাজীগঞ্জে দোয়া ও মিলাদ

আবারও আসছে সেই ওসি হারুন

Update Time : 01:37:53 pm, Monday, 27 March 2023

বিনোদন ডেস্ক:

ওটিটি প্ল্যাটফর্ম হইচই’র ২০২২ সালের সর্বাধিক আলোচিত ও প্রশংসিত বাংলা ওয়েব সিরিজ ‘মহানগর’-এর দ্বিতীয় সিজন শিঘ্রই আসছে ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। গত বছর আশফাক নিপুণের সিরিজটির দ্বিতীয় সিজনের দাবি ওঠে দর্শক মহল থেকে। হইচই তখন চুপ থাকলেও বৃহস্পতিবার রাতে গুলশানের লেকশোর হোটেলে আয়োজিত ‘হইচই মিট ২০২২’-এ দ্বিতীয় সিজনের ঘোষণা দেয় ওটিটি প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে হাজির ছিলেন হইচই বাংলাদেশের কর্তাব্যক্তি ও প্ল্যাটফর্মটির বিভিন্ন কনটেন্টের বাংলাদেশি নির্মাতা, অভিনেতা, কলাকুশলী ও আমন্ত্রিত অতিথিরা। ছিলেন ‘মহানগর’ নির্মাতা আশফাক নিপুণও। ‘মহানগর ২’ বিষয়ে তিনি মুখ না খুললেও হইচই বাংলাদেশের বিজনেস লিড সাকিব আর খান বলেন, ‘আমরা এরই মধ্যে সিরিজটির দ্বিতীয় সিজনের বিষয়বস্তু সংক্ষেপে চূড়ান্ত করেছি। আশা করছি গল্প লেখা ও শুটিং শেষে বছরের দ্বিতীয় ভাগের যেকোনো সময়ে মুক্তি দিতে পারব।’

দ্বিতীয় সিজনও কি পুলিশি থ্রিলার হবে? নাকি নতুন কোনো প্রেক্ষাপটে গল্প বাছাই করা হবে? এই প্রশ্নের উত্তরে সাকিব আর খান বলেন, ‘গল্পের মূল চরিত্র যেহেতু ওসি হারুন, অবশ্যই পুলিশের গল্প থাকবে। তবে এবারের গল্পটি আগেরটির চেয়ে অনেকটাই আলাদা হবে।’ ‘ওসি হারুন’ থাকবে এটা নিশ্চিত হওয়া গেলেও মোশাররফ করিমসহ আগের সিজনের কোনো অভিনয়শিল্পী থাকবেন কি না সে ব্যাপারে মুখ খোলেননি হইচই বাংলাদেশের প্রধান।

গত বছর হইচইয়ের চতুর্থ মৌসুমের কনটেন্ট ঘোষণার সময় বাংলাদেশি পাঁচটি কনটেন্টের তালিকায় ছিল আশফাক নিপুণের সিরিজ ‘সাবরিনা’র নাম। দুই সপ্তাহ আগে কালের কণ্ঠকে নির্মাতা জানিয়েছিলেন, অদম্য এক নারীর সংগ্রামের কাহিনি নিয়ে ‘সাবরিনা’ নির্মাণের ঘোষণা এলেও সিরিজটি তিনি নির্মাণ করছেন না। বৃহস্পতিবার রাতে ঘোষিত হলো সেই ‘সাবরিনা’র নামও। শুধু তাই নয়, জানুয়ারি-ফেব্রুয়ারিতেই শুটিং শুরু হবে সিরিজটির।

সাকিব আর খান জানালেন, এরই মধ্যে ‘দৌড়’-এর শুটিং শুরু হয়েছে। ‘কাইজার’, ‘কারাগার’ ও ‘বোধ’ও শুটিংয়ের জন্য প্রস্তুত। পরিস্থিতি অনুকূলে থাকলে ফেব্রুয়ারিতেই সিরিজগুলোর শুটিং শুরু হবে।

চলতি বছর মুক্তি পাবে এমন ছয়টি সিরিজের তালিকায় ‘মহানগর ২’, ‘সাবরিনা’ ছাড়াও আছে আগে ঘোষিত সৈয়দ আহমেদ শাওকীর ‘কারাগার’, তানিম নূরের ‘কাইজার’ ও অমিতাভ রেজার ‘বোধ’। নতুন করে তালিকায় যুক্ত হলো রায়হান খানের সিরিজ ‘দৌড়’।