হাজীগঞ্জের রাজারগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ১১জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
মঙ্গলবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চেয়ারম্যান পদে স্বতন্ত্র ১১ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফারুক হোছাইন জানান, রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে ১৫ জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে ১১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন এবং ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন নি।
মনোনয়নপত্র দাখিলকৃত প্রার্থীরা হলেন, হাজী মো. আবুল কালাম, মো. শাহজাহান মিয়া, মো. মনির হোসেন পাটওয়ারী, মো. রফিকুল ইসলাম, মো. রফিক পাটওয়ারী, আলহাজ¦ মো. মিজানুর রহমান তালুকদার, মো. মফিজুর রহমান, মো. সিদ্দিকুর রহমান, মো. আনোয়ার হোসেন, মো. আবুল কালাম, মোহাম্মদ আক্তার হোসেন।
একই দিনে গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদের উপ-নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহকৃত ৬ জন প্রার্থীর সবাই মনোনয়নপত্র দাখিল করেন। তারা হলেন, মোহাম্মদ সফি উল্যাহ্, খলিলুর রহমান, মো. মীর হোসাইন, মো. খোরশেদ আলম, মো. ওহিদুল ইসলাম ও কার্ত্তিক।
রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফারুক হোছাইন বলেন, তফসিল অনুযায়ী আগামি ১৫ ফেব্রুয়ারী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই, ১৬-১৮ ফেব্রুয়ারী আপিল দায়ের, ১৯-২০ ফেব্রুয়ারী আপিল নিষ্পত্তি, ২২ ফেব্রুয়ারী প্রার্থীতা প্রত্যাহার, ২৩ ফেব্রুয়ারী প্রতীক বরাদ্দ এবং ৯ মার্চ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালেট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।