মতলব উত্তর উপজেলার মাথাভাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও ছাত্র নেতা মোহিবুল হক চৌধুরী সুমিত। রবিবার (৩ মার্চ) বিকাল ৩টার সময় মাথাভাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি গঠনকল্পে বিদ্যালয় সভা কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিথী রানী দাস।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, জাকির হোসেন, মোঃ ইউনুছ আলী, কবির হোসেন মেম্বার, মোঃ জাফর সর্দার। সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য শামীমা আক্তার, সাধারণ শিক্ষক প্রতিনিধি জুবায়ির আহমেদ, গোলাম হোসেন, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি শামীমা আক্তার , সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাজমুল আলম। অভিভাবক প্রতিনিধি মোঃ জাকির হোসেন সভাপতি হিসেবে মোহিবুল হক চৌধুরী সুমিতের নাম প্রস্তাব করলে অভিভাবক সদস্য কবির হোসেন সহ সংশ্লিষ্ট সকল প্রতিনিধি ও শিক্ষক প্রতিনিধিরা সর্ব সম্মতিক্রমে মোহিবুল হক চৌধুরী সুমিতকে সভাপতিক হিসেবে সমর্থন করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাজমুল আলম বলেন, নির্বাচিত স্কুল কমিটির সদস্যরা পরবর্তী দুই বছরেরর জন্য বিদ্যালয় পরিচালনা কমিটির দায়িত্ব পালন করবেন।
ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি মোহিবুল হক চৌধুরী সুমিত, মাথাভাঙ্গ উচ্চ বিদ্যালয় উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই বিদ্যালয়ের শিক্ষার মানন্নোয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে মনোনিবেশ করা আমার মূল লক্ষ্য। আমাকে যারা এই দায়িত্ব দিয়েছেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার জন্য সবাই দোয়া করবেন ও সকলের কাছে সার্বিক সহযোগিতা কামনা করি।
প্রসঙ্গত, ব্যবসায়ী ও সাবেক ছাত্র নেতা মোহিবুল হক চৌধুরী সুমিত, মোহনপুর ইউনিয়ন পরিষদের সাবেক পাঁচ বারের সফল চেয়ারম্যান স্বর্ণ পদক বিজয়ী সামছুল হক চৌধুরী বাবুল এর কন্ঠ ছেলে।