মোহাম্মদ হাবীব উল্যাহ্
২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে হাজীগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৫ মার্চ) বেলা ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য দেন, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীলের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌ. মো. জাকির হোসেনের উপস্থাপনায় সভায় আরও বক্তব্য দেন, উপজেলা চেয়রাম্যান (ভারপ্রাপ্ত) গোলাম ফারুক মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী পারভীন মিলি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু সাঈদ চৌধুরী প্রমুখ।
বক্তব্য শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের মাগফেরাত এবং দেশ ও জাতীর সমৃদ্ধি কামনা করে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন। অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী মো. রেজওয়ানুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাত হোসেনসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।