• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম:
হাজীগঞ্জের গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ১নং ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত চট্টগ্রাম ও সিলেট বিভাগের শ্রেষ্ঠ পোস্ট মাস্টার হলেন হাজীগঞ্জের খোরশেদ আলম ধার্মিক ছেলে পেলে অভিনয় ছেড়ে বিয়ে করবেন মডেল প্রিয়াঙ্কা হাজীগঞ্জে নিরাপত্তার মধ্যদিয়ে প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব হাজীগঞ্জের মনিনাগে সম্পতিগত বিরোধের জেরধরে হামলা, ৮জন আহত ‘প্রতিটি ক্ষেত্রে শিশুদের অধিকার নিশ্চিত করতে হবে’ মতলব উত্তরে ১০ম গ্রেডের দাবিতে সহকারী শিক্ষকদের মানববন্ধন শাহরাস্তি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর স্মরণে দোয়া ও মিলাদ শাহরাস্তিতে সেনাবাহিনীর উদ্যোগে বন্যার্তদের মাঝে রবি শস্য বীজ ও নগদ অর্থ প্রদান শেখ হাসিনার জন্মদিন পালনকে কেন্দ্র করে উত্তপ্ত ফরিদগঞ্জ ॥ বিএনপির প্রতিবাদ সমাবেশে বক্তরা

হাজীগঞ্জে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৮ জন

ত্রিনদী অনলাইন
ত্রিনদী অনলাইন
আপডেটঃ : রবিবার, ৩০ জুন, ২০২৪
ছবি-ত্রিনদী

হাজীগঞ্জে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে ২৭৪৯ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ২৭২২ জন, অনুপস্থিত ছিল ২৭ জন এবং বিএমটি পরীক্ষায় ৫২৭ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ৫২৬ জন, অনুপস্থিত ছিল ১ জন শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়। রোববার (৩০ জুন) এইচএসসি বাংলা (আবশ্যিক) ১ পত্র ও বিএমটি শিক্ষার্থীদের বাংলা-২ বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, উপজেলার ৭টি কেন্দ্রে এইচএসসি ও একটি কেন্দ্রে বিএমটি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে এইচএসসি পরীক্ষায় হাজীগঞ্জ ডিগ্রি কলেজ কেন্দ্রে ১১৩২ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ১১২৫ জন, অনুপস্থিত ছিল ৭ জন শিক্ষার্থী। হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ কেন্দ্রে ২২৬ জনের মধ্যে ২২৩ জন পরীক্ষায় অংশগ্রহণ করে, অনুপস্থিত ছিল ৩ জন শিক্ষার্থী।

বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজ কেন্দ্রে ৭৫৭ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ৭৫২ জন, অনুপস্থিত ছিল ৫ জন। ধড্ডা মোয়াজ্জেম হোসেন চৌধুরী ডিগ্রি কলেজ কেন্দ্রে ১৭৫ জনের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ১৭২ জন, অনুপস্থিত ছিল ৩ জন শিক্ষার্থী।

কাকৈরতলা জনতা কলেজ কেন্দ্রে ১১৮ জনের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ১১৪ জন, অনুপস্থিত ছিল ৪ জন শিক্ষার্থী। নাসিরকোট শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ কেন্দ্রে ১৫৮ জনের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ১৫৭ জন, অনুপস্থিত ছিল ১ জন শিক্ষার্থী এবং দেশগাঁও ডিগ্রি কলেজ কেন্দ্রে ১৮৩ জনের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ১৭৯ জন, অনুপস্থিত ছিল ৪ জন শিক্ষার্থী।

অপর দিকে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল কেন্দ্রে অনুষ্ঠিত বিএমটি পরীক্ষায় ৫২৭ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ৫২৬ জন, অনুপস্থিত ছিল ১ জন শিক্ষার্থী। উল্লেখ্য, টানা ও অতিবৃষ্টি, বন্যা, জলাবদ্ধতা কারণে সরকারি নির্দেশনা অনুযায়ী সিলেট বিভাগের এইচএসসি, মাদ্রাসা ও কারিগরি (বিএমটি) পরীক্ষা আগামী ৮ জুলাই পর্যন্ত স্থগিত রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীল বলেন, আমাদের ৭টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও একটি কেন্দ্রে বিএমটি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আমিসহ ভিজিলেন্স টিম পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন। এর আগে পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা সম্পন্ন করার লক্ষে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়।

তিনি জানান, ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া আর কেউ মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। শুধুমাত্র সরকারি পর্যায়ে যোগাযোগের জন্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছবি তোলা যায় না, এমন মোবাইল ফোন ব্যবহার করবেন। এসব বিষয়ে আমরা কঠোর অবস্থানে আছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুক

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০