মোহাম্মদ হাবীব উল্যাহ্:
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে এবং সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার ঘটনায় উদ্ভুত পরিস্থিতিতে পুলিশ সদস্যরা কর্ম-বিরতি পালন করছেন। এতে ট্রাফিক পুলিশের সদস্যরাও সড়ক থেকে সরে গেছেন।
এ সময় রাস্তায় গাড়ি চলাচলে বিশৃঙ্খলা রোধ করতে চাঁদপুর শহরের ব্যস্ত সড়ক ও মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশের কাজ করতে নেমেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকেরা। কেউ সড়কের সিগন্যাল নিয়ন্ত্রণে করছেন। সিগন্যাল না মানলে চালককে বাধা দিচ্ছেন। এতে ট্রাফিকবিহীন রাস্তায় গাড়ি চলাচলে ভোগান্তি কমেছে।
দেখা গেছে, রোদ ও বৃষ্টি উপেক্ষা করে গাড়ি চলাচলে সাহায্য করা শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা রাস্তায় হেলমেট ছাড়া মোটরসাইকেল আরোহীদের সতর্ক করছেন। দায়িত্ব পালন করতে গিয়ে স্বেচ্ছাসেবকদের দায়িত্ব পালনকারী ছাত্র-ছাত্রী, আনসার, স্কাউট ও বিএনসিসির সদস্যরা রোদে পুড়ছেন এবং বৃষ্টিতে ভিজছেন।
স্বেচ্ছাসেবকদের কষ্ট লাগবে ফেমাস স্পেশালাইজড হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের পক্ষ থেকে ছাতা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে তাদের মাঝে ছাতা বিতরণ করা হয়। এসময় স্বেচ্ছাসেবকরাফেমাস স্পেশালাইজড হসপিটালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানান।