ঢাকা 3:21 am, Wednesday, 30 July 2025

পুলিশ সুপারেরর সাথে বৈশম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মতবিনিময়

  • Reporter Name
  • Update Time : 10:53:19 pm, Monday, 19 August 2024
  • 18 Time View

ছবি-নতুনেরকথা।

চলমান পেক্ষাপট নিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরতে চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামের সাথে মতবিনিময় করেছে বৈশম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। ১৭ আগস্ট শনিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভা শেষে বৈশম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভাবমূর্তি বিনষ্টকারীদের আইনের আওতায় আনার বিষয়ে পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ জমা দেন সাধারণ শিক্ষার্থীরা।

সভায় বৈশম্যবিরোধী ছাত্র আন্দলনে অংশ নেয়া সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, নাদিম পাটওয়ারী, আব্দুল্লাহ আল কাফী এবং ঐশর্য।

এসময় শিক্ষার্থীরা বলেন, সারা দেশের ন্যায় চাঁদপুরেও সাধারণ শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে বৈশম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়েছে। বর্তমানে সাধারণ শিক্ষার্থীরা চাঁদপুরে সকল প্রকার অনিয়ম-অপরাধ রোধে কাজ করে যাচ্ছে। এ অবস্থায় চাঁদপুরে বৈশম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভাবমূর্তি বিনষ্ট করতে একটি চক্র নানা অনিয়মের সাথে জড়িয়ে পড়ছে। কিছুদিন আগে তারা চাঁদপুর প্রেসক্লাবের একটি চাইনিজ রেস্টুরেন্টে বিয়ের অনুষ্ঠান থেকে চাদা নিয়েছে। যা সেখানকার সিসি টিভি ক্যামেরায় ধারণ করা আছে। এই ঘটনার সাথে আমাদের বৈশম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোন শিক্ষার্থী জড়িত নয়। আমরা প্রশাসনের কাছে ছাত্র আন্দোলনের ভাবমূর্তি বিনষ্টকারীদের আইনের আওতায় আনার দাবী করছি।

শিক্ষার্থীরা বলেন, আমরা যানজট নিরসন, চাঁদাবাজী, বাজার মনিটরিংসহ অন্যান্য যে কোন অনিয়ম প্রতিরোধে (যোক্তিকভাবে) প্রশাসনের সহযোগীতা কামনা করছি। পাশাপাশি আমাদের সাধারণ শিক্ষার্থীদের অনেকে হুমকি-ধমকির শিকার হচ্ছে। তাদের পাশে থাকার সহ পুৃলিশ সুপার মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি।

পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, যে কোন বিষয়ে আপনপরা (শিক্ষার্থীরা) কাজ করার আগে ভেবেচিন্তে এবং সে বিষয়ে বুঝে কাজ করলে সুবিধা হবে। কোন অনিয়মের বিষয়ে কাজ করার আগে প্রয়োজনে আপনারা সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সহযোগীতা নিবেন। শিক্ষার্থীদের ভাবমূর্তি বিনষ্টকারীদের বিষয়ে অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নিবো।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্)
রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (রিভার) শ্রীমা চাকমা, চাঁদপুর সদর সার্কেল ইয়াসির আরাফাত,
বৈশম্যবিরোধী ছাত্র আন্দলনের শিক্ষার্থীদের পক্ষে জুবায়ের, অসিম, অনাস, ফাহাদ সামা।।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

শেখ হাসিনার নৃশংসতার সঙ্গে পাকিস্তানি বাহিনীর নৃশংসতার তুলনা করা ঠিক হয়নি: আসিফ নজরুল

পুলিশ সুপারেরর সাথে বৈশম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মতবিনিময়

Update Time : 10:53:19 pm, Monday, 19 August 2024

চলমান পেক্ষাপট নিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরতে চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামের সাথে মতবিনিময় করেছে বৈশম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। ১৭ আগস্ট শনিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভা শেষে বৈশম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভাবমূর্তি বিনষ্টকারীদের আইনের আওতায় আনার বিষয়ে পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ জমা দেন সাধারণ শিক্ষার্থীরা।

সভায় বৈশম্যবিরোধী ছাত্র আন্দলনে অংশ নেয়া সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, নাদিম পাটওয়ারী, আব্দুল্লাহ আল কাফী এবং ঐশর্য।

এসময় শিক্ষার্থীরা বলেন, সারা দেশের ন্যায় চাঁদপুরেও সাধারণ শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে বৈশম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়েছে। বর্তমানে সাধারণ শিক্ষার্থীরা চাঁদপুরে সকল প্রকার অনিয়ম-অপরাধ রোধে কাজ করে যাচ্ছে। এ অবস্থায় চাঁদপুরে বৈশম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভাবমূর্তি বিনষ্ট করতে একটি চক্র নানা অনিয়মের সাথে জড়িয়ে পড়ছে। কিছুদিন আগে তারা চাঁদপুর প্রেসক্লাবের একটি চাইনিজ রেস্টুরেন্টে বিয়ের অনুষ্ঠান থেকে চাদা নিয়েছে। যা সেখানকার সিসি টিভি ক্যামেরায় ধারণ করা আছে। এই ঘটনার সাথে আমাদের বৈশম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোন শিক্ষার্থী জড়িত নয়। আমরা প্রশাসনের কাছে ছাত্র আন্দোলনের ভাবমূর্তি বিনষ্টকারীদের আইনের আওতায় আনার দাবী করছি।

শিক্ষার্থীরা বলেন, আমরা যানজট নিরসন, চাঁদাবাজী, বাজার মনিটরিংসহ অন্যান্য যে কোন অনিয়ম প্রতিরোধে (যোক্তিকভাবে) প্রশাসনের সহযোগীতা কামনা করছি। পাশাপাশি আমাদের সাধারণ শিক্ষার্থীদের অনেকে হুমকি-ধমকির শিকার হচ্ছে। তাদের পাশে থাকার সহ পুৃলিশ সুপার মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি।

পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, যে কোন বিষয়ে আপনপরা (শিক্ষার্থীরা) কাজ করার আগে ভেবেচিন্তে এবং সে বিষয়ে বুঝে কাজ করলে সুবিধা হবে। কোন অনিয়মের বিষয়ে কাজ করার আগে প্রয়োজনে আপনারা সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সহযোগীতা নিবেন। শিক্ষার্থীদের ভাবমূর্তি বিনষ্টকারীদের বিষয়ে অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নিবো।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্)
রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (রিভার) শ্রীমা চাকমা, চাঁদপুর সদর সার্কেল ইয়াসির আরাফাত,
বৈশম্যবিরোধী ছাত্র আন্দলনের শিক্ষার্থীদের পক্ষে জুবায়ের, অসিম, অনাস, ফাহাদ সামা।।