মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া:
শাহারাস্তি উপজেলার আহমদনগর নূরানী হিফজুল কুরআন মাদ্রাসার উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত। এক ডিসেম্বর রবিবার বিকালে আহমদনগর ছোয়ানী বাড়ি মাদ্রাসা প্রাঙ্গণে এইটি অনুষ্ঠিত হয়। বেরকী ঈদগা ময়দানের প্রেস ইমাম আলহাজ্ব মাওলানা মোঃ শফিকুর রহমান যুক্তিবাদীর সভাপতিত্বে ও ভোলদিঘী কামিল মাদ্রাসার প্রভাষক মাওলানা মোঃ আমিনুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামের সহকারি সেক্রেটারি ও ভোলদিঘী কামিল মাদ্রাসার অধ্যাপক মাওলানা মোঃ আবুল হোসাইন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ নেছারাবাদ ছালেহিয়া মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা নাজিম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ আল কোরআন একাডেমীর অধ্যক্ষ হযরত মাওলানা হাফিজ আহমাদ আনসারী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাচ্ছিরে কুরআন হযরত মাওলানা মোঃ শরিফুল ইসলাম অলিপুরী, পিপুলিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা জিএম শামিম উদ্দিন।
টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির সৌদি আরব শাখার সভাপতি ফখরুল ইসলাম বিলাস, রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুস সাত্তার, বিশিষ্ট সমাজসেবক মোঃ মাহবুব আলম, হযরত মাওলানা শাহ্ মো: বোরান উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোস্তফা কামাল, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির বাদশা ফয়সাল, প্রেস ক্লাব এর সভাপতি মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া, মোঃ আলমগীর হোসেন, সাবিক ইউপি মেম্বার মোহাম্মদ নুরুল ইসলাম প্রমূখ।সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উক্ত মাদ্রাসার পরিচালক শিল্পী মাওলানা মোঃ শাহপরান হোসেন সাইফি।