মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া:
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রদিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের শাহরাস্তিতে আন্তর্জাতিক দুনীতি দমন ও প্রতিরোধ দিবস করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৯ ডিসেম্বর (সোমবার) বেলা ১১ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে শাহরাস্তি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দিবসটি পালিত হয়।
আন্তর্জাতিক দুনীতি দমন ও প্রতিরোধ দিবসের অনুষ্ঠানের শুরুর পূর্বে উপজেলা পরিষদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদ ও নাগরিক সমাজের বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় শাহরাস্তি উপজেলা দুর্নীতি প্রতিরোধ বিষয়ক কমিটির সভাপতি মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যজিস্ট্রেট রেজোয়ানা চৌধুরী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দুর্নীতি একটি মনস্তাত্ত্বিক বিষয়। একজন মানুষ জীবনের শুরুতে দুর্নীতিগ্ৰস্থ হননা। কোন অফিসের প্রধান দুর্নীতি মুক্ত থাকলে ঐ অফিসের অন্যরাও দুর্নীতি মুক্ত থাকেন। একজন দুর্নীতিগ্ৰস্থ কর্মী তার দুর্নীতির করার বিষয়ে তিনি বিভিন্ন যুক্তি ও অযুহাতে দাঁড় করেন। চেষ্টা করলে নতুন প্রজন্মকে দুর্নীতি মুক্ত রাখা অনেক সহজ।
বক্তব্য রাখেন, শাহরাস্তি মড়েল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওলি উল্লাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুদ আক্তার, উপজেলা সহকারী প্রোগ্রামার মোঃ শাহজাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলী আশ্রাফ খাঁন, যুব উন্নয়ন অফিসার শামসুল আমিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল কাশেম, সিনিয়র সহ-সভাপতি শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, মেহার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ গোলাম সরোয়ার এবং শাহরাস্তি প্রেসক্লাবের সিনিয়ার সহ-সভাপতি মোঃ মাসুদ রানা প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, বিভিন্ন নাগরিক সমাজের প্রতিনিধি ও শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক নোমান হোসেন আকন্দ সহ প্রেসক্লাবের সদস্যদবৃন্দ উপস্থিত ছিলেন।
 
																			 Reporter Name
																Reporter Name								 













