মোঃ হাবিবুর রহমান ভূঁইয়াঃ
যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সুর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। এরপর বিজয় স্মরণীতে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাতসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা।এরপর বিজয় স্মরণীতে মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা পরিষদ, পৌরসভা, থানা, প্রেসক্লাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, , , ফায়ার সার্ভিস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, উপজেলা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন , বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠান এবং ব্যক্তিগতভাবে বিভিন্ন লোকজন পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন।এদিন সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্ত্বরে আনুষ্ঠানিক ভাবে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তর, বেসরকারি ও বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন এবং সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে যুদ্ধের বীরমুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সদস্যদের সংবর্ধণা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াসিন আরাফাতের সভাপতিত্বে উপজেলা সহকারী প্রোগ্রামার মোহাম্মদ শাহজাহানের পরিচালনায় মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবার এর সূস্যদের ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন আরাফাত ওশাহারাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল বাশার পিপিএম।
এ সময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন শাহারাস্তি উপজেলা বিএনপি নেতা ও শাহরাস্তি পৌরসভার সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল, চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সহ সেক্রেটারি মাওলানা মোঃ আবুল হোসাইন, শাহরাস্তি উপজেলা জামায়েত ইসলামীর আমির মোঃ মোস্তফা কামাল, উপজেলা ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শাহজাহান পাটোয়ারী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বিএস, সি, বীর মুক্তিযোদ্ধা ও শাহারাস্তি ফ্রেশ ক্লাবের সাবেক সভাপতি কাজী হুমায়ুন কবির,
আলোচনার পাশাপাশি দিনব্যাপী বিজয় মেলা অনুষ্ঠিত হয়। মেলায় চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্প পন্য প্রদর্শন এবং মহান বিজয় দিবস উপলক্ষে হাসপাতাল ও এতিমখানায় স্ব-স্ব প্রতিষ্ঠাউন্নত মানের খাবার পরিবেশন করা হয়,এবং জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদ, মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।বিকাল ৩টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। এর আগে মহান বিজয় উপলক্ষে গত ১৫ ডিসেম্বর উপজেলা পরিষদ, থানা ও পৌরসভাসহ বিভিন্ন সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান আলোকসজ্জায় সজ্জিত করা হয়।