মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া:
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ১৯৯১ সালে চাঁদপুরের শাহরাস্তি, কচুয়া, কুমিল্লার বড়ুরা, লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার কিছু অংশে ১ হাজার ৮ শ’ ৫০ হেক্টর কৃষিজমিতে সেচের পানি সরবারহের জন্য শাহরাস্তি উপজেলার ডাকাতিয়া নদীতে স্থাপন করে খিলা খাল ভাসমান সেচ প্রকল্প।
জানা গেছে বিভিন্ন সমস্যার কারণে ৩-৪ জন ম্যানেজারের পরিবর্তন হয়েছে। বর্তমান ম্যানেজার সাইফুল ইসলাম দিদার শাহারাস্তির ডাকাতিয়া নদীতে স্থাপিত খিলাখাল ভাসমান প্রকল্পের কাজ শুরু করেছেন ।
১৩ ডিসেম্বর রবিবার বিকেলে বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবক ফখরুল ইসলাম বিলাস সেচ প্রকল্পটি পরিদর্শন করেছেন এ সময় তিনি বলেন যথাযথ সময়ে প্রকল্পটি চালু হলে উপকৃত হবে চার উপজেলার কৃষক। জানা গেছে বিভিন্ন অনিয়মের কারণে চাষের জমির পরিমাণ কমে গেছে।