শাহরাস্তিতে কৃষি জমির মাটি কাটার অপরাধে তোফাজ্জল হোসেন নামের এক জনকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে মাঠে মাটি কাটার কাজে ব্যবহৃত ভেকুটি জব্দ করা হয়।
বৃহস্পতিবার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা অভিযান পরিচালনা করেন।
এ সময় এক্সকেভেটর দিয়ে কৃষি জমির মাটি কাটার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মাটি ব্যবসায়ী তোফাজ্জলকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত এক্সকেভেটর জব্দ করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী জানান, দুদিন আগে তোফাজ্জল কৃষি জমির মাটি কাটবেন না মর্মে মুচলেকা দিয়ে যান। কিন্তু দুদিন পার না হতেই তিনি আবারও মাটি কাটা শুরু করেন। মাটি কাটা বন্ধে অভিযান চলবে।
Reporter Name 






















