• শুক্রবার, ০৯ মে ২০২৫, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
চাঁদপুরে ব্যাংক কর্মকর্তার পরকীয়া প্রেম, স্বামীর অভিযোগের ভিত্তিতে পরকীয়া প্রেমিক আটক পাকিস্তানের পাল্টা হামলায় কেঁপে উঠলো ভারত চাঁদপুরের ফরিদগঞ্জে ইজারা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ ফরিদগঞ্জে পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু হাজীগঞ্জে মাসব্যাপী কুটির শিল্প পন্য মেলার উদ্বোধন হাজীগঞ্জে সাবেক কাউন্সিলর বাদলকে নাজেহালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন ভারতের অভিযানে জইশ প্রধান মাসুদ আজহারের পরিবারের ১০ সদস্য নিহত ভ্রাম্যমান আদালতের অভিযানে শাহরাস্তিতে ৩টি ডায়াগণস্টিক সেন্টারকে জরিমানা শিশুকে বাঁচাতে গিয়ে অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, যুবক নিহত হাইমচরে শিশু ধর্ষণের চেষ্টা, প্রতিবেশী আটক

মা ও মেয়েকে বিয়ের পর অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, যুবক গ্রেফতার

ত্রিনদী অনলাইন
ত্রিনদী অনলাইন
আপডেটঃ : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫
ছবি-সংগৃহিত।

মা ও মেয়েকে বিয়ের পর অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে জামাল শেখ (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে মানিকগঞ্জ সদর উপজেলার বিল-ডাউলি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জামাল শেখ রাজবাড়ী জেলার কালুখালি উপজেলার রতনদিয়া ইউনিয়নের মালিরআট গ্রামের বাসিন্দা।

অভিযোগে বলা হয়, ২০১৩ সালে ওই মেয়ের মাকে বিয়ে করেন জামাল শেখ। এরপর মা, ভাই, বোনকে নিয়ে জামাল শেখের সঙ্গে বসবাস করতে থাকে তারা। একপর্যায়ে জামাল শেখ মোবাইল ফোনে ওই তরুণীর গোসল করার সময় গোপনে ছবি ও ভিডিও ধারণ করে। কিছুদিন পর অভিযুক্ত জামাল ওই তরুণীকে বিয়ের প্রস্তাব দেয়। একইসঙ্গে তাকে বিয়ে না করলে ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হমকি দেয়। পরে আদালতে গিয়ে এক আইনজীবীর মাধ্যমে ওই তরুণীকে বিবাহ করতে বাধ্য করে জামাল। পরবর্তীতে জামাল শেখ ২০২২ সালে ওমান চলে যায়।

ভুক্তভোগী তরুণী জানান, জামাল শেখ ২০২৩ সালে দেশে ফিরে এসে তার সঙ্গে ঘর সংসার করতে থাকে। এ সময় সে তাদের স্বামী-স্ত্রীর মেলামেশার অসংখ্য ভিডিও গোপনে ধারণ করে। বিষয়টি বুঝতে পেরে ওই তরুণী বাবার বাড়ি চলে যায়। এরপর গত বছরের ২১ এপ্রিল আইনজীবীর মাধ্যমে জামাল শেখকে তালাক দেয়।

গত বছরের পহেলা মে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার এক যুবকের সঙ্গে বিয়ে হয় ওই তরুণীর। বিয়ের পর জামাল শেখ ক্ষিপ্ত হয়ে তাদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও তার স্বামী ও তার পরিবারের সদস্যদের মোবাইলে পাঠিয়ে দেয়। এরপর ওই তরুণী বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় পর্ণগ্রাফি আইনে মামলা দায়ের করেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, ভুক্তভোগী তরুণীর অভিযোগের প্রেক্ষিতে পর্নোগ্রাফি আইনে মামলা রুজু করা হয়েছে। পরে আসামিকে গ্রেপ্তারও করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুক

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১