চাঁদপুরের হাজীগঞ্জে দুইজন খেজুর ব্যবসায়ীকে ১৮ হাজার টাকা জরিমানা করেছেন, ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন। বুধবার (৫ মার্চ) দুপুরে হাজীগঞ্জ বাজারে তিনি শান্ত এন্টার প্রাইজে ১০ হাজার ও সালমান-সাইফ এন্টার প্রাইজে ৮ হাজার টাকা জরিমানা করেন।
জানা গেছে, বস্তাকৃত খোলা খেজুর ও ৫ কেজির প্যাকেট থেকে এক কেজির প্যাকেট করে বেশি দামে বিক্রি এবং এক কেজির প্যাকেটে বিদেশী সিল থাকার অভিযোগে হাজীগঞ্জ বাজারস্থ বিভিন্ন খেজুরের পাইকারি দোকানে অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন।
অভিযানে উল্লেখিত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাৎখনিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে শান্ত এন্টার প্রাইজে নগদ ১০ হাজার টাকা ও সালমান-সাইফ এন্টার প্রাইজে ৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় তিনি ন্যায্যমূল্যে এবং লেভেল ছাড়া প্যাকেটে খেজুর বিক্রি করার নির্দেশনা দেন।
এরপর হাজীগঞ্জ বাজারের যানজট নিরসনে সড়ক থেকে হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন। সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতায় অভিযানে অন্যান্য সরকারি কর্মকর্তা ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।