চাঁদপুরের হাইমচরে মাদকবিরোধী অভিযানে হেরোইন ও গাঁজাসহ ৪ যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ মে) বিকেলে হাইমচর দুর্গাপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন পারভেজ ইকবাল শান্ত (২০), মো. রনি (১৯), রাব্বী (২০) ও মো. রাকিব (১৯)।
চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত ব্যক্তিদের থেকে ৩০ গ্রাম গাঁজা, ০.০২ গ্রাম হেরোইন এবং ০৫টি মোবাইল উদ্ধার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী এবং গ্রেফতারকৃত ব্যক্তিকে হাইমচর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।।
হাইমচর থানা অফিসার ইনচার্জ মহিউদ্দিন সুমন জানান, এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের চাঁদপুর আদালতে পাঠানো হবে।