শাহরাস্তি উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক যুবদল নেতা জুবায়ের আল নাহিয়ানের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়ার আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ আগস্ট) বিকেলে স্থানীয় মেহের কালিবাড়ি গুলাচি বাড়ি মসজিদে আয়োজিত কর্মসূচিতে পৌরসভা ও উপজেলার বিভিন্ন স্তরের বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
দোয়া মাহফিলে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক যুবদল নেতা জুবায়ের আল নাহিয়ান, শাহরাস্তি পৌরসভা বিএনপির সহ-সভাপতি ও ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সফিউল্লাহ মিয়াজী, পৌর শ্রমিক দলের সিনিয়র যুগ্নু সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিয়াজি আনু, পৌর তাঁতি দলের সভাপতি ও সাবেক ছাত্রনেতা ইমাম হোসেন খোকন, ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবুল খায়ের।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা যুবদল নেতা সালাউদ্দিন সুজন, পৌরসভা ৮ নং ওয়ার্ড বিএনপি নেতা আনিসুর রহমান পাটোয়ারী আনিস, উপজেলা যুবদল নেতা মো. তারেক মাহমুদ, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন যুবদলের শিল্পবিষয়ক সম্পাদক রেজাউল করিম পাটোয়ারী, সূচিপাড়া দক্ষিণ ইউনিয়ন যুবদল নেতা শরীফ হোসেন, ৯ নং ওয়ার্ড যুবদল নেতা শরীফ হোসেন, সূচিপাড়া উত্তর ইউনিয়ন বিএনপি নেতা সালেহ আহমেদ, চিতোষী পশ্চিম ইউনিয়ন যুবদল নেতা তৈবুর রহমান এবং উপজেলা ছাত্রদল নেতা জাহিদ আহমদ শান্তসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
দোয়া মাহফিলে খালেদা জিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।