চাঁদপুরের হাজীগঞ্জে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সম্মুখে কাভার্ড ভ্যান ও দ্রুতগতির মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাগর সাহা (২০) নামে এক যুবক মৃত্যবরণ করেছেন। সাগর হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল গ্রামের সঞ্জয় সাহার ছেলে।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে হাজীগঞ্জ থেকে রামগঞ্জ যাওয়ার পথে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সম্মুখে কাভার্ড ভ্যানের সাথে সংঘর্ষে ঘটনাস্থলে যুবকের মৃত্যু হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার জানান, সাগর হাসপাতালে আনার পূর্বে মৃত্যুবরণ করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের অন্ধকারে একটি মোটরসাইকেল হাজীগঞ্জের দিক থেকে রামগঞ্জের দিকে যাচ্ছিলো আর কাভার্ড ভ্যানটি হাজীগঞ্জ বাজারের দিকে আসছিলো। হঠাৎ দ্রুতগতির মোটর সাইকেল কাভার্ড ভ্যানের সামনে এসে পড়ে। এতে ঘটনাস্থলে একজন মৃত্যুবরণ করেন। আরেকজন আহত হয়। আহত ও নিহত ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।