ঢাকা 11:02 pm, Wednesday, 10 September 2025

শাহরাস্তি মেহের রেল স্টেশন মাস্টারকের মারধর, বিএনপি নেতা আটক

শাহরাস্তির মেহের রেল স্টেশন মাস্টার রফিকুল ইসলামকে মারধর করার অভিযোগে শাহরাস্তি পৌর বিএনপির সহ-সভাপতি দেলোয়ার হোসেন কে আটক করেছে শাহরাস্তি থানা পুলিশ।

বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে তাকে আটক করা হয়।

ঘটনার বিবরণে জানা যায়, গত ২ সেপ্টেম্বর রেলওয়ের জায়গায় অবৈধভাবে স্থাপনা নির্মাণ ও দখলের প্রতিকার চেয়ে স্টেশন মাস্টার রফিকুল ইসলাম কর্তৃপক্ষের নিকট লিখিত অভিযোগ দায়ের করেন। বুধবার দুপুরে চাঁদপুরের জিআরপি থানার ওসি রাজিব চন্দ্র কর অভিযোগের বিষয়টি তদন্ত করতে ঘটনাস্থলে আসেন তদন্তের এক পর্যায়ে অভিযুক্ত পৌর বিএনপির সহ-সভাপতি দেলোয়ার হোসেন স্টেশন মাস্টার রফিকুল ইসলামের উপর ক্ষিপ্ত হয়ে তাকে কিল ঘুষি মারতে শুরু করেন। উপস্থিত সকলে এসময় হতভাগ হয়ে পড়েন। তদন্তকারী কর্মকর্তা তৎক্ষণাৎ তদন্ত অসম্পূর্ণ রেখে চলে আসেন।

বিষয়টি শাহরাস্তি থানা পুলিশ কে অবহিত করলে শাহরাস্তি থানার উপপরিদর্শক আল আমিন ঘটনাস্থলে গিয়ে দেলোয়ার হোসেন কে আটক করে থানায় নিয়ে আসেন।

জিআরপি থানার ওসি রাজিব চন্দ্র কর জানান, আমি অভিযোগের প্রেক্ষিতে তদন্তে আসি। তদন্ত চলাকালীন সময়ে হঠাৎ করে অভিযুক্ত দেলোয়ার হোসেন স্টেশন মাস্টার কে আক্রমণ করেন।

স্টেশন মাস্টার রফিকুল ইসলাম বলেন, দেলোয়ার হোসেন রেলওয়ের জায়গায় কৃষি লিজ এনে স্থায়ী স্থাপনা নির্মাণ করছেন এবং অবৈধভাবে দখল করে আসছেন। বিষয়টি আমি লিখত ভাবে কর্তৃৃপক্ষকে অবহিত করেছি। তদন্তকারী কর্মকর্তার উপস্থিতিতে তিনি আমাকে কিল ঘুষি মারতে শুরু করেন।

অভিযুক্ত দেলোয়ার হোসেন বলেন, আমার ভুল হয়েছে গায়ে হাত দেওয়া ঠিক হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মতলবে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য আটক 

শাহরাস্তি মেহের রেল স্টেশন মাস্টারকের মারধর, বিএনপি নেতা আটক

Update Time : 08:59:51 pm, Wednesday, 10 September 2025

শাহরাস্তির মেহের রেল স্টেশন মাস্টার রফিকুল ইসলামকে মারধর করার অভিযোগে শাহরাস্তি পৌর বিএনপির সহ-সভাপতি দেলোয়ার হোসেন কে আটক করেছে শাহরাস্তি থানা পুলিশ।

বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে তাকে আটক করা হয়।

ঘটনার বিবরণে জানা যায়, গত ২ সেপ্টেম্বর রেলওয়ের জায়গায় অবৈধভাবে স্থাপনা নির্মাণ ও দখলের প্রতিকার চেয়ে স্টেশন মাস্টার রফিকুল ইসলাম কর্তৃপক্ষের নিকট লিখিত অভিযোগ দায়ের করেন। বুধবার দুপুরে চাঁদপুরের জিআরপি থানার ওসি রাজিব চন্দ্র কর অভিযোগের বিষয়টি তদন্ত করতে ঘটনাস্থলে আসেন তদন্তের এক পর্যায়ে অভিযুক্ত পৌর বিএনপির সহ-সভাপতি দেলোয়ার হোসেন স্টেশন মাস্টার রফিকুল ইসলামের উপর ক্ষিপ্ত হয়ে তাকে কিল ঘুষি মারতে শুরু করেন। উপস্থিত সকলে এসময় হতভাগ হয়ে পড়েন। তদন্তকারী কর্মকর্তা তৎক্ষণাৎ তদন্ত অসম্পূর্ণ রেখে চলে আসেন।

বিষয়টি শাহরাস্তি থানা পুলিশ কে অবহিত করলে শাহরাস্তি থানার উপপরিদর্শক আল আমিন ঘটনাস্থলে গিয়ে দেলোয়ার হোসেন কে আটক করে থানায় নিয়ে আসেন।

জিআরপি থানার ওসি রাজিব চন্দ্র কর জানান, আমি অভিযোগের প্রেক্ষিতে তদন্তে আসি। তদন্ত চলাকালীন সময়ে হঠাৎ করে অভিযুক্ত দেলোয়ার হোসেন স্টেশন মাস্টার কে আক্রমণ করেন।

স্টেশন মাস্টার রফিকুল ইসলাম বলেন, দেলোয়ার হোসেন রেলওয়ের জায়গায় কৃষি লিজ এনে স্থায়ী স্থাপনা নির্মাণ করছেন এবং অবৈধভাবে দখল করে আসছেন। বিষয়টি আমি লিখত ভাবে কর্তৃৃপক্ষকে অবহিত করেছি। তদন্তকারী কর্মকর্তার উপস্থিতিতে তিনি আমাকে কিল ঘুষি মারতে শুরু করেন।

অভিযুক্ত দেলোয়ার হোসেন বলেন, আমার ভুল হয়েছে গায়ে হাত দেওয়া ঠিক হয়নি।