নাটোরের বাগাতিপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উপলক্ষে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের দুই শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন গালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বপ্না রানী সরকার ও ফাগুয়াড়দিয়াড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আয়েশা আক্তার।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, গুণী শিক্ষক বাছাই কমিটির মাধ্যমে সম্প্রতি মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক ক্যাটাগরিতে তাদের দুইজনকে প্রাথমিক বিদ্যালয়ের উপজেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত করে।
তাদের যোগ্যতা এবং অবদানের বিষয়টি এক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়েছে। রোববার ওই দুই শিক্ষক জেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনের মৌখিক পরীক্ষায় অংশ নিয়েছেন। এর আগে শিক্ষক আয়েশা আক্তার শিক্ষক বাতায়নে দেশসেরা উদ্ভাবনী শিক্ষক নির্বাচিত হয়েছিল।
সহকারী শিক্ষিকা আয়েশা আক্তার বলেন, এর আগেও আমি সেরা শিক্ষক নির্বাচনে অংশ নিয়েছিলাম। কিন্তু সেসময় আমি সেরাদের তালিকায় যেতে পারিনি, তবে এবার নির্বাচিত হয়ে অনেক ভালো লাগছে।
ভবিষ্যতে আমার এ অর্জন অক্ষুন্ন রাখতে চেষ্টা অব্যাহত থাকবে। এ ব্যাপারে প্রধান শিক্ষিকা স্বপ্না রানী সরকার বলেন, এই স্বীকৃতিতে আমার অনুপ্রেরণা বাড়বে। আমার দায়িত্বশীল জায়গা থেকে শিক্ষা বিস্তারে কাজ করছি, ভবিষ্যতে আরো ভাল কাজ করতে চাই।
এবিষয়ে বাগাতিপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ড. সাবরিনা আনাম বলেন, শিক্ষকদের মধ্যে উৎসাহ প্রদানের লক্ষ্যে যোগ্যতা এবং অবদানের ভিত্তিতে উপজেলার দুই গুণী শিক্ষক নির্বাচন করা হয়েছে।