ঢাকা 11:26 pm, Monday, 15 September 2025

ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই গণতন্ত্র ফিরিয়ে আনবো-ইঞ্জি. মমিনুল হক 

শাহরাস্তি উপজেলায় সোমবার (১৫ সেপ্টেম্বর) রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের পরানপুর এলাকায় অনুষ্ঠিত হলো মহিলা দলের বিশাল কর্মী সমাবেশ। হাজারো নারী কর্মীর উপস্থিতিতে রায়শ্রী পরিণত হলো উৎসবমুখর জনসমুদ্রে। স্থানীয়দের মতে, এমন ভিন্নধর্মী ও বিশাল আয়োজন শাহরাস্তিতে আগে কখনো দেখা যায়নি।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে  বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক। তিনি বলেন, “জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, কিন্তু আমরা দমে যাইনি। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই গণতন্ত্র ফিরিয়ে আনবো।”
উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়াত আলী ভূঁইয়া, সহ-সভাপতি মো. আবু ইউসুফ রুপন পাটোয়ারী,  সাধারণ সম্পাদক মো. সেলিম পাটোয়ারী লিটন, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, শাহরাস্তি উপজেলা যুবদলের সদস্য সচিব এহতেশামুল গণি, পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ বেলায়েত হোসেন সেলিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মাসুদ আলম, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন যুবদলের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মাহবুব আলম, ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ মনির হোসেন।
রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি আপনার প্রস্তুতি নেই অধ্যাপক  মোঃ মোজাহের হোসেনের সভাপতিত্বে ও সৌদি আরব প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও শাহরাস্তি উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক ফখরুল ইসলাম বিলাসের পরিচালনায় রাশ্রী দক্ষিণ ইউনিয়ন মহিলা দলনেত্রী রৌশনারা।
বক্তারা উল্লেখ করেন, দমন-পীড়ন, মামলা-হামলা ও নির্যাতনের মধ্যেও বিএনপি ও মহিলা দলের নেতাকর্মীরা আন্দোলনে অটল। হাজারো নারীর এই উপস্থিতি প্রমাণ করে, গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে আন্দোলন আরও শক্তিশালী হবে।সমাবেশ শেষে পুরো রায়শ্রীতে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। হাজারো নারীর পদচারণায় শাহরাস্তির ইতিহাসে যোগ হলো নতুন অধ্যায়।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

হাজীগঞ্জ ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ

ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই গণতন্ত্র ফিরিয়ে আনবো-ইঞ্জি. মমিনুল হক 

Update Time : 10:39:26 pm, Monday, 15 September 2025
শাহরাস্তি উপজেলায় সোমবার (১৫ সেপ্টেম্বর) রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের পরানপুর এলাকায় অনুষ্ঠিত হলো মহিলা দলের বিশাল কর্মী সমাবেশ। হাজারো নারী কর্মীর উপস্থিতিতে রায়শ্রী পরিণত হলো উৎসবমুখর জনসমুদ্রে। স্থানীয়দের মতে, এমন ভিন্নধর্মী ও বিশাল আয়োজন শাহরাস্তিতে আগে কখনো দেখা যায়নি।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে  বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক। তিনি বলেন, “জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, কিন্তু আমরা দমে যাইনি। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই গণতন্ত্র ফিরিয়ে আনবো।”
উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়াত আলী ভূঁইয়া, সহ-সভাপতি মো. আবু ইউসুফ রুপন পাটোয়ারী,  সাধারণ সম্পাদক মো. সেলিম পাটোয়ারী লিটন, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, শাহরাস্তি উপজেলা যুবদলের সদস্য সচিব এহতেশামুল গণি, পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ বেলায়েত হোসেন সেলিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মাসুদ আলম, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন যুবদলের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মাহবুব আলম, ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ মনির হোসেন।
রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি আপনার প্রস্তুতি নেই অধ্যাপক  মোঃ মোজাহের হোসেনের সভাপতিত্বে ও সৌদি আরব প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও শাহরাস্তি উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক ফখরুল ইসলাম বিলাসের পরিচালনায় রাশ্রী দক্ষিণ ইউনিয়ন মহিলা দলনেত্রী রৌশনারা।
বক্তারা উল্লেখ করেন, দমন-পীড়ন, মামলা-হামলা ও নির্যাতনের মধ্যেও বিএনপি ও মহিলা দলের নেতাকর্মীরা আন্দোলনে অটল। হাজারো নারীর এই উপস্থিতি প্রমাণ করে, গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে আন্দোলন আরও শক্তিশালী হবে।সমাবেশ শেষে পুরো রায়শ্রীতে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। হাজারো নারীর পদচারণায় শাহরাস্তির ইতিহাসে যোগ হলো নতুন অধ্যায়।