বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামত ও সংস্কারের ৩১ দফায় নারীদের অধিকার সুনিশ্চিত করতে চাঁদপুরের মতলব দক্ষিণে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে মতলব দক্ষিণ উপজেলার ঘিলাতলী সাইবোর্ড এলাকায় চাঁদপুর-২ নির্বাচনী আসনের সংসদ সদস্য প্রার্থী এবং জেলা বিএনপির সহ-সভাপতি এম.এ শুক্কুর পাটোয়ারীর নির্দেশে উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপি এ উঠান বৈঠকের আয়োজন করেন।
উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য অ্যাডভোকেট বোরহান উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর-২ নির্বাচনী আসনের সংসদ সদস্য প্রার্থী এবং জেলা বিএনপির সহ-সভাপতি এম.এ শুক্কুর পাটোয়ারী।
জেলা যুবদলের সহ-সম্পাদক এম.এ আজিজ ঢালীর সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী মো. জামানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সরকার, বিএনপি নেতা শফিউল্লাহ প্রধান, নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মিঞা মো. মামুন, নজরুল ইসলাম বুলবুল, সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ, সহ-সভাপতি এসএম কামাল প্রধান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিফাত, খাদেরগাঁও ইউনিয়ন জিয়া সাইবার ফোর্সের আহ্বায়ক দেলোয়ার হোসেন ডালিম, নারায়ণপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ফখরুল ইসলাম হিরা, মতলব উত্তর উপজেলা যুবদল নেতা মোঃ কামাল হোসেনসহ আরও অনেকে।
এসময় এডভোকেট বোরহান উদ্দিন বলেন, এদেশের মা বোনেরাই সবচেয়ে বেশি ধানের শীষে ভোট দিয়েছেন। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। স্বৈরাচারী শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর এদেশের জনগণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। তাই আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানাই।
অ্যাডভোকেট বোরহান উদ্দিন আরও বলেন, এদেশে গার্মেন্টস শিল্প জিয়াউর রহমান চালু করেছেন। এর ফলে বর্তমানে এদেশের হাজার হাজার বেকার নারীদের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে।
এসময় মতলব দক্ষিণ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।