বিশ্ব শিক্ষা দিবস উপলক্ষে শাহরাস্তিতে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
৫ অক্টোবর রোববার সকাল দশটায়, উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসনের আয়োজনে এইটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেনের সভাপতিত্বে ও উপজিলা সহকারী পোগ্রামার মোঃ শাহজাহান এর পরিচালনায়, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাকসুদ আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, আলী আশরাফ খান, ওসি তদন্ত, মোহাম্মদ ওয়ালীউল্লাহ, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, মোহাম্মদ আনিসুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রেজাউল হাসান, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন (এমএসসি), মেহের ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ জিয়াউদ্দিন চৌধুরী, শাহরাস্তি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ ইমাম হোসেন।
এ ছাড়া মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধানগণ উপস্থিত ছিলেন। পরে সভাপতি গুণী শিক্ষকদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন।