চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে ভাড়াটিয়া দোকানের দুই শ্রমিককে প্রায় ৫ ঘন্টা জোরপূর্বক তালা মেরে রাখার অভিযোগ পাওয়া যায়। দোকানের মালিক হাজীগঞ্জ আহমদিয়া কামিল মাদ্রাসার কেরানী আলী আহমেদ জোরপূর্বক এ দুই শ্রমীককে তালা মেরে রেখেছে। দোকানের ভাড়াটিয়া মেজবাহ উদ্দিন হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতা অবরুদ্ধ দুই শ্রমীককে দীর্ঘ ৫ ঘন্টা পর উদ্ধার করতে সক্ষম হয়েছে। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ১৫ অক্টোবর বুধবার হাজীগঞ্জ বাজারের স্টেশন রোডে মজুমদার এলমনিয়ামের দোকানে ঘঠেছে।
ঘটনার বিবরণে জানা যায়, দোকানের মালিক হাজীগঞ্জ আহমদিয়া কামিল মাদ্রাসার কেরানী আলী আহমেদ তার ভাড়াটিয়া মজুমদার এলমনিয়াম মেজবাহ উদ্দিনের কাছ থেকে কয়েক মাসের ভাড়া টাকা পায়। বুধবার আছরের নামাজের পর হঠাৎ করে দোকানের মালিক আলী আহমেদ জোরপূর্বক দুইজন শ্রমীককে ভিতরে রেখে দোকানে তালা লাগিয়ে দেয়।
আটককৃত দুই দোকানের স্টাফ মোশারফ হোসেন (৩৫) ও ইমন হোসেন (১৪) বলেন, আমাদের কি অপরাধ, তিনি জোরপূর্বক কেন আটক রেখেছে এর বিচার আমরা চাই।
স্টেশন রোডে মজুমদার এলমনিয়ামের স্বত্বাধিকারী মেজবাহ উদ্দিন বলেন, আমার কাছ থেকে ৫ মাসের টাকা বাকী পড়েছে। আমি ৩ মাসের টাকা একত্রে মিলিয়ে দিতে চেয়েছি কিন্তু তিনি সুযোগ না দিয়ে জোরপূর্বক আমার স্টাফ দোকানের ভিতরে তালা মেরে রেখেছে।
বাজার ব্যবসায়ী সমিতির নেতা জামাল উদ্দিন তালুকদার কিরন বলেন, হাজীগঞ্জ বাজারের ইতিহাসে এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেনি।
পাশ্ববর্তী ব্যবসায়ী ফজলু মিয়া বলেন, তাদেরকে ভিতরে আটক করে রাখা ঠিক হয়নি। আমরা আটককৃত দুই শ্রমীককে নাস্তা পানি দেওয়া চেষ্টা করেছি।
হাজীগঞ্জ থানার এস আই আবু আহমেদ বলেন, দোকানের মালিক হাজীগঞ্জ আহমদিয়া কামিল মাদ্রাসার কেরানী আলী আহমেদকে খুজে বের করে তালা খুলে ঘটনাস্থল থেকে দুই শ্রমীককে উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে দোকানের মালিক হাজীগঞ্জ আহমদিয়া কামিল মাদ্রাসার কেরানী আলী আহমেদ বলেন, আমি টাকা পাবো সে জন্য তালা মেরেছি। দোকানের স্টাফদের বের হওয়ার জন্য সুযোগ দিয়েছি তারা না বের হলে কি করবো।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক বলেন, দোকানের তালা খুলে দেওয়ার জন্য ঘটনাস্থলে পুলিশ গিয়েছে এবং বিষয়টি সমাধানের লক্ষ্যে উভয় পক্ষ সময় নিয়েছে।