ঢাকা 10:42 pm, Monday, 20 October 2025

ওমরাহ হজে যেতে দোয়া চাইতে গিয়ে হাজীগঞ্জে আ’লীগ নেতার হামলার শিকার বিএনপি নেতা

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ওড়পুর গ্রামে দোয়া চাইতে গিয়ে আওয়ামী লীগ নেতার হামলার শিকার হয়েছেন বিএনপি নেতা হারুন মিয়া।

সোমবার (২০ অক্টোবর) সকালে দুলাল মিয়ার বসত ঘরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়- ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি হারুন মিয়া পবিত্র ওমরা পালনের আগে একই ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও সাবেক ইউপি সদস্য দুলালের ঘরে দোয়া চাইতে যান। এসময় হঠাৎ ক্ষিপ্ত হয়ে দুলাল হারুন মিয়ার ওপর চড়াও হন এবং এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে হারুন মিয়াকে উদ্ধার করেন।

একজন নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় প্রত্যক্ষদর্শী বলেন-আমাদের সামনেই দুলাল হারুন ভাইয়ের উপর হামলা করে। সবাই হতবাক হয়ে যায়।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন।

ভুক্তভোগী হারুন মিয়া বলেন- আমি দোয়া চাইতে গেলে আমার উপর হামলা করা হয়।

অভিযুক্ত আওয়ামীলীগ নেতা দুলাল বলেন- বিসয়টি চেয়ারম্যান সমাধান করবেন।

৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা স্বপন বলেন-আমি অভিযোগটি পেয়েছি। হারুন মিয়া বর্তমানে হজে আছেন। তিনি ফিরে আসার পর বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় রাজনৈতিক মহল মনে করছেন আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বাড়তে শুরু করেছে। এমন ঘটনাগুলো পারস্পরিক সম্প্রীতি নষ্ট করছে বলে সাধারণ জনগণ মন্তব্য করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

শাহরাস্তি কালিবাড়িতে শ্যামাপুজা ও দীপাবলি উৎসবে লক্ষাধিক ভক্তের আগমণ

ওমরাহ হজে যেতে দোয়া চাইতে গিয়ে হাজীগঞ্জে আ’লীগ নেতার হামলার শিকার বিএনপি নেতা

Update Time : 10:31:35 pm, Monday, 20 October 2025

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ওড়পুর গ্রামে দোয়া চাইতে গিয়ে আওয়ামী লীগ নেতার হামলার শিকার হয়েছেন বিএনপি নেতা হারুন মিয়া।

সোমবার (২০ অক্টোবর) সকালে দুলাল মিয়ার বসত ঘরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়- ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি হারুন মিয়া পবিত্র ওমরা পালনের আগে একই ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও সাবেক ইউপি সদস্য দুলালের ঘরে দোয়া চাইতে যান। এসময় হঠাৎ ক্ষিপ্ত হয়ে দুলাল হারুন মিয়ার ওপর চড়াও হন এবং এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে হারুন মিয়াকে উদ্ধার করেন।

একজন নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় প্রত্যক্ষদর্শী বলেন-আমাদের সামনেই দুলাল হারুন ভাইয়ের উপর হামলা করে। সবাই হতবাক হয়ে যায়।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন।

ভুক্তভোগী হারুন মিয়া বলেন- আমি দোয়া চাইতে গেলে আমার উপর হামলা করা হয়।

অভিযুক্ত আওয়ামীলীগ নেতা দুলাল বলেন- বিসয়টি চেয়ারম্যান সমাধান করবেন।

৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা স্বপন বলেন-আমি অভিযোগটি পেয়েছি। হারুন মিয়া বর্তমানে হজে আছেন। তিনি ফিরে আসার পর বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় রাজনৈতিক মহল মনে করছেন আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বাড়তে শুরু করেছে। এমন ঘটনাগুলো পারস্পরিক সম্প্রীতি নষ্ট করছে বলে সাধারণ জনগণ মন্তব্য করেছেন।