হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ছোট-বড় ১৮০টি যানবাহন তল্লাশি করে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (৯ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে চেকপোষ্ট বসিয়ে পৌরসভাধীন আলীগঞ্জ বিভিন্ন যানবাহনে নগদ টাকা জরিমানা আরোপ ও আদায় এবং ৩টি গাড়ি জব্দ করা হয়।
জানা গেছে, কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে চেকপোষ্ট বসিয়ে পৌরসভাধীন আলীগঞ্জ উপজেলা পরিষদ চত্ত্বর এলাকায় লাইসেন্স বিহীন চালক, ফিটনেস বিহীন গাড়ি, অধিক গতিতে গাড়ি চালানো, হেলমেট বিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প ও ট্রাফিক পুলিশ।
নিজস্ব প্রতিনিধি ॥ 























