শাহরাস্তির নরসিংপুরে এক বাড়িতে ১৮টি পরিবার কাঁটা তারে বন্ধী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা ।
ঘটনার বিবরণে জানা যায়, শাহরাস্তি উপজেলারসুচিপাড়া দক্ষিণ ইউনিয়নের নরসিংপুর নতুন মৃধ্যা বাড়িতে জমি সংক্রান্ত বিরোধের জের বাড়ির ১৮ টি পরিবারের চলাচলের পথে কাঁটাতার দিয়ে বাড়ি থেকে বেরোবার রাস্তা বন্ধ করে দিয়েছেন, একই গ্রামের আবুল খায়ের এর মেয়ে মাকসুদা বেগম ও শানুরা বেগম।
এই ব্যাপারে নতুন বাড়ির শাহজাহানের পুত্র মোঃ শাহ আলম, শফিউল্লাহ মৃধার পুত্র মোহাম্মদ জিয়াউল হক উপজেলা সহকারী কমিশনার( ভূমি) হিল্লোল চাকমা এর নিকট মাকসুদা গং এর বিরুদ্ধে। পথে কাঁটাতারের বেড়া দেওয়ার ব্যাপারে অভিযুক্ত মাকসুদা বেগমের সাথে মুঠোফোনে জানতে চাইলে , তিনি এই প্রতিনিধিকে জানান, আমার সম্পত্তির উপর আমি বেড়া দিয়েছি, তারা আমার সম্পত্তির উপর অত্যাচার করতেছে। পথ বন্ধ করলেন কেন? কোন উত্তর না দিয়ে তিনি ফোন কেটে দিয়েছেন।
এদিকে বাড়ির পুরুষ মহিলা সম্মিলিতভাবে জানান, এই বেড়ার কারণে, বাড়ির ছেলেমেয়েরা স্কুল মাদ্রাসা যেতে পারছে না, গরু ছাগল বাড়ির বাহিরে নেওয়া সম্ভব হচ্ছে না, আমরা প্রায় এক সপ্তাহ ধরে বন্ধী অবস্থায় আছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।
মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া: 




















