উদয়ন ছাত্র ও সমাজকল্যাণ সংঘের আয়োজনে মেধা যাচাই বৃত্তি পরীক্ষা–২০২৫ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। পুরো পরীক্ষাকেন্দ্রজুড়ে ছিল সুশৃঙ্খল, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতি পরীক্ষাকে করেছে আরও প্রাণবন্ত।
শনিবার সকাল ৯টা থেকেই বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে শুরু করেন। আয়োজকদের কঠোর তদারকি, পরিপাটি ব্যবস্থাপনা এবং সময়ানুবর্তিতার মাধ্যমে নির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা হয়।
পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শন করেন ১নং রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মফিজুল ইসলাম। তিনি প্রতিটি কক্ষ ঘুরে দেখেন এবং পরীক্ষার্থীদের খোঁজখবর নেন।
চেয়ারম্যান বলেন— “এ ধরনের মেধা যাচাই পরীক্ষা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদয়ন সংঘের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”
পরীক্ষা পরিচালনায় কঠোর তদারকি পরীক্ষা পরিচালনায় দায়িত্বে ছিলেন— পরীক্ষার নিয়ন্ত্রক: শাহারিয়ার মামুন সদস্য সচিব: জুনায়েদ হোসেন রাজু,তাদের সার্বিক ব্যবস্থাপনা, সমন্বয় ও তদারকির ফলে পরীক্ষা পুরোপুরি নিরবচ্ছিন্নভাবে অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক জনাব মোঃ সিদ্দিকুর রহমান (বিএ),ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মোঃ মাকসুদুল রহমান (শুক্কুর),সুপরিচিত চিকিৎসক ডাঃ শাহজালাল শেখ।
অতিথিগণ পরীক্ষার মান, শিক্ষার্থীদের আগ্রহ ও শৃঙ্খলায় সন্তোষ প্রকাশ করেন। তাঁদের মতে, “উদয়ন ছাত্র ও সমাজকল্যাণ সংঘের এই শিক্ষা উদ্যোগ গ্রামীণ শিক্ষাব্যবস্থায় ইতিবাচক ভূমিকা রাখবে।”
অভিভাবক ও শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণে পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি হয় এক প্রাণবন্ত ও নিরাপদ পরিবেশ। আয়োজক কমিটির সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করে শিক্ষার্থীদের চলাচল, নিরাপত্তা এবং আরামদায়ক পরিবেশ নিশ্চিত করেন।
Reporter Name 























