শাহরাস্তিতে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন পরিচালিত বার্ষিক মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ২৪টি কিন্ডারগার্টেন থেকে মোট ৬২৪ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়।
উপজেলার নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০টায় শুরু হয়ে তিন ঘণ্টাব্যাপী পরীক্ষায় নার্সারি শ্রেণি থেকে কেজি পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
পরিক্ষা কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের শাহরাস্তি শাখার সভাপতি আলী আজগর মিয়াজি। তিনি জানান, শাহরাস্তির সব কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা কোনো বাধা ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়েছে। অভিভাবকদের আন্তরিক সহযোগিতা এবং শিক্ষকদের তদারকি পুরো আয়োজনকে সহজ করেছে। এ পরিক্ষার ফলাফল ফেব্রুয়ারিতে প্রকাশ করার সম্ভাবনা রয়েছে।
আবু মুছা আল শিহাব: 























