আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ -শাহরাস্তি) আসনে বিএনপি কর্তৃক মনোনীত প্রার্থী আলহাজ্ব লায়ন ইঞ্জিঃ মমিনুল হককে ধানের শীষ প্রতীকের সমর্থনে নির্বাচনী ব্যাপক জনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ও শনিবার দুইদিন ব্যাপী মেহের দক্ষিণ, মেহের উত্তর ও টামটা উত্তর—এই ৩টি ইউনিয়নে এ কর্মসূচি সম্পন্ন হয়। শনিবার টামটা উত্তর ইউপি বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউপি বিএনপির সভাপতি শহীদ উল্লাহ মিয়াজী। এর পূর্বে শুক্রবার মেহের দক্ষিণ ইউপিতে আবুল কালাম আতাহার এবং মেহের উত্তর ইউপিতে মোঃ লোকমানের সভাপতিত্বে দুইটি জনসভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে দিতে গিয়ে ইঞ্জিঃ মমিনুল হক বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে কোনো নাগরিকের ওপর জুলুম-নির্যাতন, হয়রানি বা মিথ্যা মামলা চাপিয়ে দেওয়া হবে না। ক্ষমতার দাপট ও দরবার সংস্কৃতির অবসান ঘটিয়ে একটি মানবিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। বেকারত্ব কমাতে সময়োপযোগী বিজ্ঞানভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরির উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, “সাধারণ মানুষের সার্বিক কল্যাণে রেশন কার্ড, কৃষি কার্ড, হেলথ কার্ড এবং ‘আদার কার্ড’ চালুর মাধ্যমে জনসেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে। সামাজিক নিরাপত্তা জোরদার ও নৈতিক অবক্ষয় রোধে বিশেষ করে নারীদের মোবাইল ফোন ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানাই। তরুণ প্রজন্মকে মাদক ও পারিবারিক অশান্তির কারণ পরকীয়ার মতো সামাজিক ব্যাধি থেকে দূরে রেখে মূল্যবোধ পুনরুদ্ধার অত্যন্ত জরুরি।
তিনি বক্তব্য আরও বলেন, টেবিল-ডেস্ক নির্ভরতা কমিয়ে প্রযুক্তি, উদ্যোক্তা তৈরি ও আউটসোর্সিং খাতে যুবসমাজকে যুক্ত করাই সময়ের দাবি। তিনি জানান, বিএনপির রাজনীতির মূল ভিত্তি জনগণের কল্যাণ। টামটা উত্তরের গুলপুরা গ্রামে নিজস্ব অর্থায়নে একটি বিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে তিনি বলেন—বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি ওয়ার্ডের সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে অপপ্রচার থেকে সতর্ক থাকার আহ্বান জানান।
তিনি দশজন মুক্তিযোদ্ধাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বলেন, “বিএনপি স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে আপসহীন। বর্তমানে চালু ভাতাসমূহ আরও বৃদ্ধি করা হবে।
তিনি আরও বলেন, আগামী প্রজন্মের জন্য গুড গভর্ন্যান্স প্রতিষ্ঠার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়াই বিএনপির লক্ষ্য।
এসব পথসভায় বক্তব্য রাখেন, শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়াত আলী ভূঁইয়া, সহ-সভাপতি আবু ইউসুফ পাটওয়ারী রুপন, শাহ মোহাম্মদ আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটোয়ারী লিটন, সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন পাটোয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক বেলায়েত হোসেন সেলিম, পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ আবুল কালাম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজি, যুবদলের সাবেক সভাপতি মো. আ. মান্নান, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. শাহেদুল হক মজুমদার সোহেল, সদস্য সচিব এহতেশামুল হক গণি, সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব চৌধুরী, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন, ছাত্রদলের আহ্বায়ক ইঞ্জিঃ এবিএম পলাশ, সাধারণ সম্পাদক আজগর হোসেন মিয়াজি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ হোসেন, সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন শিপন, ওলামা দলের সভাপতি মাওলানা মোঃ মোস্তাফিজুর রহমান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব হাসান বাবলু, আদনান নোমান, শ্রমিক দলের সভাপতি মোঃ হেলাল উদ্দিন দুলাল প্রমুখ।
উল্লেখ্য, দুইদিনের কর্মসূচিতে টামটা উত্তর ইউনিয়নের ওয়ারুক স্টেশন বাজার, ইছাপুর উচ্চ বিদ্যালয় মাঠ, গুলপুড়া-মুড়াগাঁও, রাজাপুর, ডুসুয়া, পাঁচরুপি, শোরসই, বলশিদ দক্ষিণপাড়া ও হাজী আকুব আলী উঃবিঃ মাঠ, হোসেনপুর, দৈলবাড়ী ও পরানপুরে পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়। একই সঙ্গে শুক্রবার তিনি হযরত শাহরাস্তি (রহ.) মাজার জিয়ারত করে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন। পরে মেহের দক্ষিণ ইউপির ভোলদিঘী বাজার, পতেপুর, দেবকরা উঃবিঃ মাঠ এবং মেহের উত্তর ইউপির বানিয়াচোঁ উঃবিঃ মাঠ ও খনেশ্বর পিডার স্কুল মাঠে পথসভা ও গণসংযোগ করেন।
এ সময় টামটা উত্তর ইউপির নেতা মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক কিরণ মুন্সি, সাংগঠনিক সম্পাদক আয়াত আলী বেঙ্গল, যুগ্ম সম্পাদক গোলাম ফারুক সাগর, আলাউদ্দিন হেলাল মুন্সি, বিএনপি নেতা ইকরামুল হাওলাদার রহিম, মোঃ রবিউল আলম, সৈয়দ আহমেদ দুলাল, যুবদল সভাপতি মোঃ আলম।মেহের দক্ষিণ ইউপি সাধারণ সম্পাদক তাফাজ্জল হোসেন, যুবদল নেতা মাসুদ কবির, নিয়ামত উল্ল্যাহ ওভি।মেহের উত্তর ইউপি বিএনপির সভাপতি লোকমান হোসেন ও সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম, আজয়, মোঃ মোস্তফা কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় বিএনপি ও সহযোগী সংগঠনের কর্মীরা ধানের শীষের বিজয়ের প্রত্যয় ব্যক্ত করেন।
Reporter Name 






















