দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণী সম্পদে হবে উন্নতি” আমিষে শক্তি, আমিষেই মুক্তি” এ প্রতিপাদ্যেকে সামনে রেখে শাহরাস্তিতে জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে।
(২৬ নভেম্বর) বুধবার সকাল ১১টায় পৌর শহর মেহের কালীবাড়ি মাঠে উপজেলা প্রশাসন, প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে সপ্তাহব্যাপী জাতীয় প্রাণী সম্পদ সাপ্তাহ ২০২৫ এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেন ।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মাকসুদ আলম এর সভাপতিত্বে ও মোঃ ইমরান হোসেনের পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন,তিনি তার বক্তব্য বলেন বর্তমান সরকার প্রাণিসম্পদ ও কৃষির উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে।
একক, ক্ষুদ্র ও যৌথ খামারিদের জন্য সহজ শর্তে ঋণের মাধ্যম্যে সরকার প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে কাজ করছে।জাতীয় অর্থনীতি থেকে শুরু করে , আমাদের পুষ্টির চাহিদা এ প্রাণিসম্পদ থেকে আসে । আমরা আশা করছি আগামীর উন্নত বাংলাদেশ বিনির্মাণে এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
“বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার( ভূমি) হিল্লোল চাকমা,মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার পিপিএম বার, সাবেক প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার দুলাল চন্দ্র ঘোষ, স্বাগত বক্তব্য রাখেন ডাক্তার কাজী নাজমুস ছাকিব, উপজেলা আইসিটি অফিসার মোহাম্মদ শাহজাহান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সামসুল আমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা, আমেনা বেগম, খামারিদের পক্ষে বক্তব্য রাখেন মোহাম্মদ গিয়াস উদ্দিন, উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলাম ওসি এলএসডি শহীদ সরোয়ারদি, মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল সাদাফ, প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক মোঃ নোমান হোসেন আকন্দ।
মেলায় প্রাণিসম্পদ সেবা নিশ্চিতে ২৮ টি স্টলের মাধ্যমে বিভিন্ন খামরিসহ বিভিন্ন সেবা কোথায় কি ভাবে পাওয়া যাবে সে বিষয়ে ধারণা প্রদান করা হয়।
অনুষ্ঠানে ৪ ক্যাটাগরিতে ১২ জন খামারি কে, পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা মোঃ মিজানুর রহমান, গীতা পাঠ করেন মানিক চন্দ্র মজুমদার।
Reporter Name 























