হাজীগঞ্জের হাটিলা পূর্ব ইউনিয়নে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে বিএনপি মনোনিত ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি, হাজীগঞ্জ-শাহরাস্তি বিএনপির প্রধান সমন্বয়ক ইঞ্জি. মমিনুল হকের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি বলেন, কোন চাঁদাবাজ এবং সন্ত্রাসী, দখলদার এবং মাদক কারবারির স্থান বিএনপিতে হবেনা। কেউ কেউ বিএনপির বিরুদ্ধে নানান অভিযোগ করছে। কিন্তু কোন অভিযোগই প্রমাণ করতে পারেনি। ৫ আগস্টের পর হাজীগঞ্জে বিএনপির কোন কর্মীর নামে চাঁদাবাজির মামলা হয়নি। বিএনপিতে কোনো চাঁদাবাজ এবং দখলবাজের স্থান নেই।
তিনি বলেন, একটি পক্ষ জান্নাতের টিকিট বিক্রয় করছে। বিশেষ করে মা-বোনদের কাছে গিয়ে ভুল ব্যাখ্যা করছে। তাদের কাছ থেকে দূরে থাকবেন। জান্নানত দেয়ার একমাত্র মালিক আল্লাহ। ভোটের বিনিময়ে জান্নাত কেনা-বেচা ভাওতাবাজি ছাড়া আর কিছুই নয়।
ইউনিয়নের ১নং ও ২নং ওয়ার্ড (বেলঘর) বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত সভার শুরুতেই বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও আরোগ্য কামনায় দোয়া-মাহফিল পরিচালনা করেন, জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রিয় কমিটির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ. মাও. নজরুল ইসলাম তালুকদার।
রোববার (৩০ নভেম্বর) বিকালে বেলঘর বাজারে অনুষ্ঠিত দোয়া-মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোক’সহ বিএনপির প্রয়াত নেতাকর্মীদের মাগফেরাত এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইঞ্জি. মমিনুল হক’সহ বিএনপির প্রার্থীদের সফলতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শিব্বির আহম্মেদ পাটওয়ারীর সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি ফেরদৌস আলম বাবু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ রহিম পাটওয়ারী প্রমুখ। শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, মাও. শামছুল আলম।
ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. মহিউদ্দিন সোহাগের উপস্থাপনায় বিএনপি নেতা মোখলেছুর রহমান, মহসিন মিয়াজি, কবির হোসেন, নজরুল ইসলাম, সোলেমান, মোস্তফা কামাল, হুমায়ুন কবির সর্দার, মেহেদী হাসান, জহিরুল ইসলাম, হানিফ ও সুমন’সহ দলীয় নেতৃবৃন্দের সার্বিক সহযোগীতায় আয়োজিত অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী’সহ কয়েক শতাধীক নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।
এদিকে একই দিনে বলিয়া ও লাওকরা এলাকায় পথসভা এবং ইউনিয়নের হাট-বাজার’সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন, ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জি. মমিনুল হক। এসময় স্থানীয় দলীয় নেতাকর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। গণসংযোগ ও পথসভায় উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
হাজীগঞ্জের হাটিলা পূর্ব ইউনিয়নে ধানের শীষের প্রার্থী ইঞ্জি. মমিনুল হকের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত 











