মতলব পৌরসভার মোট আয়তন সরকারি বিভিন্ন দপ্তরের তথ্য অনুসারে ৪১ বর্গকিলোমিটার বলা হলেও নতুন এক জরিপে পাওয়া গেছে ৩১.৪ বর্গকিলোমিটার। নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে পরিচালিত মতলব পৌরসভার মহাপরিকল্পনার প্রণয়নের আওতায় পরিচালিত এক জরিপে এই তথ্য পাওয়া যায়।
মতলব পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়ণ লক্ষ্যে শেলটেক কনসালট্যান্টস (প্রাঃ) লিঃ কর্তৃক পরিচালিত জরিপে পৌরসভার ডিজিটাল মৌজা ডাটাবেজ প্রস্তুতকরণ ও হালনাগাদকরণ, ভৌত কাঠামো, ভূমি ব্যবহার, হাইড্রোগ্রাফিক, পরিবহন, আর্থ-সামাজিক, অর্থনৈতিক কর্মকান্ড এবং পরিবেশের বিভিন্নতথ্য সংগ্রহ করা হয় এবং জরিপকৃত তথ্য উপস্থাপন করা হয়।
জরিপে মতলব পৌরসভার আওতায় প্রতিটি মৌজার খাল, পুকুর ও রাস্তা সনাক্ত করা ডিজিটাল মৌজা ডাটাবেজ এর মাধ্যমে। এতে দেখা যায়, পৌরসভার ৯টি ওযার্ডের মধ্যে আয়তনের দিক থেকে ৫.৯৩ বর্গকিলোমিটার নিয়ে সবার উপরে রয়েছে ১নং ওয়ার্ড এবং ১.৪৯ বর্গকিলোমিটার আয়তন নিয়ে নিচের দিকে অবস্থান করছে ৩নং ওয়ার্ড। পৌরসভায় মোট স্থাপনা রয়েছে ৪৪ হাজার ৭শত ৪৩টি। যার মধ্যে কাঁচা, আধা-পাকা, পাকা ও অন্যান্য হিসেবে জরিপ করা হয়েছে। এতে কাঁচা স্থাপনা বেশি রয়েছে ১নং ওয়ার্ডে এবং কম রয়েছে ৩নং ওয়ার্ডে। আধা-পাকা স্থাপনার মধ্যে বেশি রয়েছে ৩নং ওয়ার্ডে এবং কম রয়েছে ৯ নং ওয়ার্ডে। পাকা স্থাপনার মধ্যে সবচেয়ে বেশি ৩নং ওয়ার্ডে এবং কম রয়েছে ৪নং ওয়ার্ডে। এদিকে আবাসিক ভবনের ইউনিট হিসেবে সবচেয়ে বেশি রয়েছে ৩ নং ওয়ার্ডে (৪৪৬৫টি) এবং কম আবাসিক ইউনিট রয়েছে ৪ নং ওয়ার্ডে (১৪০৫টি)। স্থাপনার উচ্চতা হিসেবে পৌর এলাকায় ১ তলা ভবন রয়েছে ৪৩৬৫৮টি, দ্বিতীয় তলা ভবনের সংখ্যা ৬৯৬টি, তৃতীয় তলা ২৩১টি, চতুর্থ তলা ভবন ১১০টি, পঞ্চম তলা ভবন ৩৮টি, ষষ্ঠ তলা ভবন ৯টি এবং সপ্তম তলা ভবন রয়েছে মাত্র একটি। এক তলা ভবনের সংখ্যা সবচেয়ে বেশি ১নং ওয়ার্ডে।
মতলব পৌরসভায় ১৬৯.৩০ কিলোমিটার সড়ক রয়েছে, যার অর্ধেক মাটির। মাটির রাস্তা বেশি রয়েছে ৬নং ওয়ার্ডে (১১.৪৯ কি.মি) এবং কম মাটির রাস্তা রয়েছে ৩নং ওয়ার্ডে (৫.৮৩ কি.মি)। এছাড়াও পৌরসভায় বিটুমিনাস সড়ক রয়েছে ৫৫.৮৮ কি.মি, সিমেন্ট কংক্রিটের রাস্তা আছে ৫.৭০ কি.মি, আর.সি.সি রাস্তা আছে ৮.২০ কি.মি এবং হেরিং বোন বন্ড (ইটের) রাস্তা রয়েছে ৫.৯৪ কি.মি। সেই সাথে ১৪.১৬ কি.মি রাস্তা বিটুমিনাস এর জন্য প্রস্তুত করা হচ্ছে। পৌরসভার মোট সড়কের প্রায় ৫৪.৬৩ শতাংশ খারাপ এবং ভালো রয়েছে মাত্র ৩৫.২৬ শতাংশ। জরিপে পৌর এলাকায় ৫ ফুট প্রস্থের রাস্তা রয়েছে ১১.৯৯ কি.মি, ৫ থেকে ৮ প্রস্থের রাস্তা ৩০.৪৩ কি.মি, ২০ ফুটের নিচে সড়ক রয়েছে ৬.০২ কি.মি এবং ৮ থেকে ২০ প্রস্থের রাস্তা আছে ১২০.৮৭ কি.মি। জনসাধারণের যাতায়তের জন্য পৌরসভার ৯টি ওয়ার্ডে ২১৯টি ব্রিজ ও কালভাট রয়েছে। এতে ৫নং ওয়ার্ডে রয়েছে ৩৭টি, যা সর্বাধিক এবং কম রয়েছে ৯নং ওয়ার্ডে (৯টি)।
জরিপে মতলব পৌরসভায় সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় দেখানো হয়েছে ৪৯টি, উচ্চ বিদ্যালয় ৫টি, কলেজ ২টি এবং ৫৭টি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে। এছাড়াও প্রশাসনিক ভবনের সংখ্যা রয়েছে ৬৭টি, যার মধ্যে অফিস হিসেবে ব্যবহার হয় ৪২টি। এদিকে স্বাস্থ্য সেবায় পৌর এলাকায় ৭টি হাসপাতাল ও ১৩টি ক্লিনিক থাকলেও এর সুবিধা লাভ করেন ৩নং ও ৪নং ওয়ার্ডের বাসিন্দা। পৌর এলাকার ৯টি ওয়ার্ডের মধ্যে সব চেয়ে বেশি মসজিদ রয়েছে ৬নং ওয়ার্ডে ২৮টি এবং কম রয়েছে ৪নং ওয়ার্ডে ১৩টি। ৭নং ওয়ার্ডে মন্দিরের সংখ্যা ১২টি এবং কম রয়েছে ৮ নং ওয়ার্ডে ১টি। জরিপে ১নং ওয়ার্ডে মসজিদ ও মন্দির থাকলেও ৯ নং ওয়ার্ডে কোনো মন্দির নেই। পৌরসভায় কবরস্থান রয়েছে ৯.৭১ একর ভূমি এবং শ্মশান রয়েছে ০.০৬৯ একর ভূমি। তবে ৯নং ওয়ার্ডে কবরস্থান বা শ্মশান নেই।
খেলার জায়গা বা বিনোদনমূলক সুবিধান হিসেবে ৮.৩০ একর ভূমি রয়েছে মতলব পৌরসভায়। যার মধ্যে ১, ২, ৪ ও ৯নং ওয়ার্ডে কোনো উন্মুক্ত স্থান বা খেলার মাঠ না থাকার তথ্য এসেছে জরিপে। অপর দিকে জলাশয় হিসেবে এক একর আয়তনের পুকুর রয়েছে ৪২টি। মোট পুকুরের সংখ্যা ১৭২০টি। পৌরসভার ড্রেনেজ ব্যবস্থার অবস্থা সবচেয়ে খারাপ। ২, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে কোনো ড্রেনেজ ব্যবস্থা নেই। সুপেয় পানির জন্য পৌরসভার ৮০ ভাগ মানুষ নিজের উৎস থেকে পেয়ে থাকে।
জরিপে মতলব পৌরসভার মোট জনসংখ্যা দেখানো হয়েছে ৬৫ হাজার ৭৬৮ জন। যার মধ্যে পুরুষ ৩০ হাজার ৩৫০ এবং মহিলা ৩৫ হাজার ৪১৮। বাৎসরিক জনসংখ্যার গড় বৃদ্ধির হার ০.৬৮ শতাংশ। পৌর এলাকায় মোট খানার সংখ্যা ১৬ হাজার ৭৭১টি। যার মধ্যে সবচেয়ে বেশি খানার সংখ্যা ৩ নং ওয়ার্ডে এবং কম ৯নং ওয়ার্ডে। এখানে শতকরা ৯১ শতাংশ মানুষ মুসলিম ধর্মাবলম্বী। স্বাক্ষরতার হার ৭৬ শতাংশ এবং শতকরা ৭৭ শতাংশ মানুষের নিজস্ব জমি আছে। ৫০ শতাংশ পরিবারের মাসিক আয় ২১-৩০ হাজার টাকা।
পৌর এলাকায় বসবাসরত মানুষ আটটি স্পট থেকে তাদের যাতায়তের জন্য সিএনজি ও অটো রিকশা ব্যবহার করে সবচেয়ে বেশি। সবচেয়ে বেশি মানুষ যাতায়ত করে মতলব বাজারের দিকে। তুলনামূলক কম যাত্রা করে ৪, ৫, ৬ ও ৮ নং ওয়ার্ডের দিকে। তবে পৌরসভায় কোনো নিজস্ব স্ট্যান্ড নেই।
জরিপের বিষয়ে মতলব পৌরসভার প্রকৌশলী ফেরদৌস হাসান বলেন, মহাপরিকল্পার অংশ হিসেবে জরিপ করা হয়েছে। প্রাপ্ত জরিপের তথ্য নিয়ে বিশ্লেষণের কাজ চলমান আছে।
উল্লেখ্য যে, মতলব পৌরসভা ১৯৯৭ সালের ২৭ মার্চ তারিখে গঠিত হয় এবং এটি একটি ‘ক’ শ্রেণীর পৌরসভা। পূর্বে এটি দুটি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত হয়েছিল, তবে ২০০৫ সালে ‘খ’ শ্রেণিতে উন্নীত হওয়ার পর ২০১৭ সালে ‘ক’ শ্রণিতে উন্নীত হয়।
সফিকুল ইসলাম রিংকু 















