চাঁদপুরের শাহরাস্তিতে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়ার আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির পৌরসভা শাখা। শনিবার বিকেল বাদ আসর পৌরসভার স্থানীয় এক স্থানে এ দোয়া অনুষ্ঠিত হয়। এতে শিবিরের নেতাকর্মী ছাড়াও স্থানীয় বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।
দোয়া আয়োজনে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা শিবিরের সভাপতি ইব্রাহিম খলীল, শাহরাস্তি পৌরসভা শিবিরের সভাপতি আক্তার হোসেন শিহাব, সেক্রেটারি শাহেদ আলী তাহমীদ, পৌর যুব ও ক্রীড়া সংসদের সভাপতি আবু হানিফসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন, তিনি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জাতীয় নেতৃত্ব। তাঁর দ্রুত সুস্থতা দেশের মানুষের প্রত্যাশা। তাঁরা চিকিৎসার জন্য উন্নত পরিবেশ নিশ্চিত করার দাবি জানান এবং সকল মত–পার্থক্যের ঊর্ধ্বে উঠে মানবিক দৃষ্টিকোণ থেকে তাঁর সুস্থতার জন্য দোয়ার আহ্বান করেন।
দোয়া পরিচালনা করেন স্থানীয় এক আলেম। দোয়ায় বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের পাশাপাশি দেশ জাতির শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়।
এসময় উপস্থিত নেতৃবৃন্দ সমাজে নৈতিক ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান।
আবু মুছা আল শিহাব: 




















